পাতা:ভারতী ১৩১৮.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసెe क्व८भ हेनि विश्वtण फूद्रांनी ब्रां८छा द्र श्रौषंब्ली হইয়া ফরাসী জাতিকে ভিন্ন দেশীয় লোক জ্ঞানে অবজ্ঞা করিতে লাগিলেন । তাহীদের রীতি, নীতি, প্রথা পদ্ধতি তাহার সঙ্কীর্ণ হৃদয়ে অযথা ঘৃণা উৎপাদন করিল। (২) তিনি ফরাসী জাতির নব অঙ্কুরিত জাতীয় জীবমের - প্রতি সহানুভূতি প্রদর্শন না করিয়া বরং তাছাদের উন্নতি মার্গের কণ্টক হইয়া দাড়াইলেন । কতিপয় অনুগ্রহভাজন নগণ্য ব্যক্তির অসার যুক্তি গ্রহণে তিনি দুৰ্ব্বলচিত্ত নৃপতিকে করতলগ্রস্ত করিয়া রাজনৈতিক সৰ্ব্ববিষয়ে হস্তীর্পণ করিতে আরম্ভ করিলেন । ষোড়শ লুই যথেচ্ছাচার নীতিপরায়ণ হইলেও প্রজাপুঞ্জের অহিতাকাজী ছিলেন না। তিনি প্রবুদ্ধ ফরাসী জাতির স্বায়ত্ত্ব শাসনলালস পরিতৃপ্ত করিতে অনিচ্ছুক হইলেও তাছাদের দুঃখ কিয়ৎ পরিমাণে বিমোচন করিতে অভিলাষী ছিলেন । কিন্তু রাজ্ঞীর প্ররোচনায় তাহার সৰ্ব্ব যন্ত্রই বিফল হইল ; রাজ্ঞীর প্রতি প্রজাবর্গেব বিদ্বেষ . ক্রমশঃ ঘনীভূত হইতে লাগিল । e ষোড়শ লুই রাজপদে প্রতিষ্ঠিত হইলে, মরেপ প্রধান মন্ত্রীত্বে এবং টার্গট রাজস্ব সচিবপদে প্রতিষ্ঠিত হইলেন। মরেপ প্রধান মন্ত্রীপদের সম্পূর্ণ অস্থাপযোগী হইলেও, টার্গটের অসাধারণ প্রতিভা ও কার্য্যদক্ষত৷ নিবন্ধন রাজকাৰ্য্য সুচারুরূপে পরিচালিত হইতে লাগিল ৷ টার্গট রাজস্ব সচিবপদে প্রতিষ্ঠিত হইয় দেখিলেন যে আয় অপেক্ষ ৪০০০০০০০ পাউণ্ড পরিমাণে ব্যয় অধিক, স্বতরাং অচিরে তৎসম্বন্ধে উপায় উদ্ভাবন ( 2 ) Encyclopedia Brittannica ভারতী । জ্যৈষ্ঠ, ১৩১৮ করিতে না পারিলে রাজার ब्रांबनबन \S প্রতিপত্তি এককালে বিলুপ্ত হইয়া যায়। রাজস্ব বিভাগে ঈদৃশ শোচনীয় অবস্থা ঘটলে বহুদৰ্শী মন্ত্ৰীগণেরও হৃৎকম্প উপস্থিত হয় ; কিন্তু টার্গট রাজকর প্রপীড়িত প্ৰজাগণের শিরে পুনৰ্ব্বার গুরুভার অর্পণ না করিয়া মিতব্যয়িতা অবলম্বনে রাজস্ব বিভাগে শৃঙ্খলতা সংস্থাপন করিলেন । দুর্ভাগ্যক্রমে তিনি রাজস্বসচিব পদে দীর্ঘকাল স্থায়ী হইতে পারিলেন না । রাজস্ব সংক্রান্ত কয়েকটি কু-প্রথা নিবারণে প্রয়াসী হইয়। তিনি পার্লিয়ামেণ্ট, ভূস্বামী ও ধৰ্ম্মযাজকগণের কোপানলে পতিত হইলেন । সুতরাং রাজা র্তাহীকে কৰ্ম্ম হইতে অবসর প্রদান করিতে दt१] इंनिन । ( २११० शृः ७चिल ) টার্গটের স্থলে ক্যালনি রাজস্বসচিবপদে নিযুক্ত হইলেন ? কিন্তু ক্যালনির অনভিজ্ঞতা প্রযুক্ত স্বপ্রসিদ্ধ দার্শনিক পণ্ডিতপ্রবর নেফারের হস্তে রাজস্ব সংক্রান্ত সমগ্র ভার সুপিত হইল । নেফার টার্গটের স্তায় উদার নীতিপরায়ণ ছিলেন। রাজনীতি অর্থনীতি ও দর্শন শাস্ত্রে তাহার অসাধারণ ব্যুৎপত্তি জন্মিয়ছিল। তৰুণ চরিত্রবানপুরুষ সংসারে অতি বিরল। র্তাহার গার্হস্থ্য জীবনে শাস্তি ও পবিত্রত নিরন্তর সমভাবে বিরাজ করিত। ধৰ্ম্ম বিহীন ফরাসী রাজ্যে বাস করিয়াও র্তাহার ধৰ্ম্ম বিশ্বাস অক্ষুঃ ভাবে বিদ্যমান ছিল। বাণি জ্যের সাহায্যে তিনি অপৰ্যাপ্ত ধন উপার্শন করিয়া ধনী সমাজে প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন, দীনহীন দরিদ্রব্যক্তিগণকে মুক্তহস্তে 9th Edition p. 593.