৩৫শ বর্ষ, প্রথম সংখ্যা । পরদিন কোম্পানীর তামু আসিল, আমরা নিজেরাই তাছা খাটাইয়া লইলাম। আমাদের সঙ্গে অধিক বিছানা নাই,—তাই তাম্বুগ্ৰহতলে • পুরু করিয়া খড় বিছাইয়৷ তদুপাঁর কম্বল পাতিয়া বেশ নরম বিছানা তৈয়ার করা গেল। এই প্রকারের বিছানায়ু আড়াই মাস কাল কাটাইয়াছি। সমস্ত বন্দোবস্ত ঠিক হইলে আমরা কাজের জন্য প্রস্তুত হইলাম ; আমাদের গাছ ছাঁটা (pruning) কাজ করিতে হইবে। এখানে আট হাজার একার জমিতে-মাপেল পিচ, কুল (plum) চেরি ও পেয়ার ফলের চার লাগান হইয়াছে ; এই সমস্ত বৃক্ষ এক হইতে চার বৎসর বয়স্ক ; এখনও ভালরূপ ফলধারণ করে না ; কোন কোন গাছে দুই চারিট। করিয়া মাত্র ফল ফলিতেছে। এদেশের চাষার পর্য্যস্ত বিজ্ঞানের সাধারণ নিয়মগুলি জানে। শিশুকে যেমন মুশিক্ষার জন্য বাল্যাবস্থা হইতেই যত্ন আঁয়াস করা প্রয়োজন, বৃক্ষ সম্বন্ধেও ঠিক সেইরূপ ব্যবস্থা। বৃক্ষদিগকেও মুক চার অবস্থা হইতে উপযুক্ত পরিমাণের ফল ধারণে 'भड़ाइ করান হইয়া থাকে, এই জন্তই গাছগুলিকে ছাটিবার প্রয়োজন হয় ; এবং এই জন্তই গাছ ছাটিবার পূৰ্ব্বে ইহার বৃদ্ধি ও বিস্তার সম্বন্ধে ,জ্ঞান থাকা প্রয়োজন। সমস্ত বৃক্ষই একপ্রকার বৃদ্ধি পায় না বা শাখা বিস্তার করে না? মইষ্য জাতির ন্তা বৃক্ষাদিও নিজ নিজ জাতি অনুযায়ী বৃদ্ধিলাভ করে। যেমৰ মোগল জাতির আকার অবয়ব একরার দেখিলেই তাহাক মোগল বলিয়৷ জানা যায় ; কিম্ব আৰ্য্য-জাতিকে দেখিলেই আমেরিকায় গ্রীষ্মাবকাশ । २¢ আর্য বলিয়া বুঝি ; সেইরূপ উদ্ভিদবিস্তাবিদগণও একবার দেখিয়াই এক বৃক্ষ হইতে অন্ত বৃন্ধক্ষর প্রভেদ বলিয়া দিতে পারেন। সমস্ত আম্র বৃক্ষই আমাদের নিকট এক. প্রকারের বলিয়া বোধ হয়, কিন্তু আসলে তাহা নহে, ফজলি আস্ত্রের বৃক্ষ এক প্রকারে শাখা বিস্তার করে এবং লেঙ্গড় আম অঙ্ক প্রকারে। বৃক্ষ জীবনের এই সমস্ত রহস্ত তত্ত্ব অবগত থাকিলে,নিজের ইচ্ছানুযায়ী বৃক্ষ গুলির ব্যবস্থা रूबशश ; আপন ইচ্ছামুযায়ী ফল ধরান যায় । , এই জন্তই গাছ ‘ছাটার প্রয়োজন ; গাছকে ফল ধরাইব্যুর खन्न श्रडास्त्र कम्नश्प्ड़े.श्हेप्न ईशब ডাল, পাতা ও কাঠের বৃদ্ধি সময় মত বন্ধ করাইয়া, সেই খাদ্য ও রসটুকু স্থল ও ইলের .ੇਣ পরিবর্তন করিতে হয় । গাছুছাটার, લશાને উদ্যেশুই গাছকে ইচ্ছানুযায়ী করিয়া তোলা । গাছ ছাটিবার অপর উদ্দেশু এই যে গাছকে চমর্থকে সমভাবে বৰ্দ্ধিত হইবার পক্ষে সহায়তা প্রদান কর ও তাহার জাতি মহাদী গাছের অবয়ব বৃদ্ধি করা এতদ্দেশীয় আধুনিক ও প্রাচীন ফলক্ষের তুলনা করিলে দেখিতে পাওয়া যায় যে আধু निक ब्लर्क स्थाम्रैन বৃক্ষহইতে, অবয়বে অনেক ছোট। ইহার কারণ এই যে, ফল্গুত্ত্বক্ষ ছোট হইলে ফল পাড়িতে অনেক সুবিধা ; ফল দূর দেশে প্রেরণ করিতে হইলে ফল অভ্যন্ত সতকতার সহিত পাড়িতে হয়, ফলে• কোনরূপ একটু সীমান্ত আঘাত লাগিলেও, তাহা দূরদেশে প্রেরণ করার উপযোগী থাকে না, একটা জল পঢ়িতে আরম্ভ করিলে অবশিষ্ট ममर्ह झशहे ७धीब्र नठे झ्हे८ऊ श्रांब्रख्ठ श्छ। झण
পাতা:ভারতী ১৩১৮.djvu/৪০
অবয়ব