পাতা:ভূকম্প.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 9 J হইতে অভিব্যক্ত ( প্রকাশিত ) হইয়াছে। বেদেও আছে সৃষ্টির প্রারম্ভে “ধাতা যথাপুৰ্ব্বমকল্পয়ং” —যে সকল বস্তু অতিসূক্ষ্ম পরমাণুরূপে পূর্বে ছিল, তাহাই পরমেশ্বর স্থলপদার্থরূপে পূর্ববৎ প্রকাশ করিলেন। প্রলয়কালে সমুদয় জীবজন্তু জড়চেতন পদার্থসকল ব্রহ্মতেজে লীন —অব্যক্ত, অদৃষ্ট, অতএব অন্ধকারময় পরমাণু বিশ্ব-ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইয়া ছিল, সেই পরমাণুসমষ্টি ব্রহ্মতেজে তেজোময় হইয়া জ্যেতিষ্মান সকল তেজের আদিকারণ। স্বতেজঃপ্রাদুর্ভূত বায়ুদ্বারা বিঘূর্ণিত সেই সূক্ষ্ম ব্রহ্মতেজ বা ইলেক্ট্ৰণগুলি ক্রমে একত্র মিলিত হইয়া প্রথমে প্রকাণ্ড তেজোময় সূৰ্য্যরূপে প্রাদ্বভূত হইল। তখন সেই সূর্য্যের তেজে প্রবল বায়ু প্রবাহিত হইতে ধাকিলে সূৰ্য্য অতিশয় ঘূরিতে লাগিল। এবং সূৰ্য্যদেহ হইতে অনেক ইলেক্ট্রণ চারিদিকে বিক্ষিপ্ত হইয়া গ্রহ, উপগ্রহ, উল্কাপিণ্ড ও বিদ্যুৎশক্তির কারণ হইল। তেজঃই যে বায়ুর কারণ গৃহদাহের সময়ে অনেকেই অনুভব করিয়াছেন। যেখানে কিছুমাত্র বায়ু ছিল না, গৃহদাহ হইবামাত্র সেখানে প্রবল বায়ু বহিতে থাকে। যখন ইলেক্ট্ৰণময় সূৰ্য্য হইতে পৃথিবী শনি প্রভৃতি গ্ৰহ-উপগ্রহ ও উল্কাপিণ্ড আবিভূত হইয়াছে, তখন সূর্য্যের মধ্যে যে সকল পদার্থ ছিল, পুথিবী প্রভৃতি গ্রহ ও উল্কাপিণ্ডের মধ্যেও যে সেই সকল পদার্থ থাকিবে, তাহা বলা বাহুল্য । ইলেক্ট্রণ বা ব্রহ্মতেজোময় স্বৰ্য্য হইতে পৃথিবী যখন প্রাতৃভূত, তখন ইলেক্ট্ৰণষ্ট যে পৃথিবীর মূল জীবনীশক্তি তাহা কি আর বলিতে হইবে ? কালধৰ্ম্মে বা