পাতা:ভূকম্প.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 16 | কিরণ সকল সৃষ্টি ধ্বংস করিতেছে। হৰ্ত্ত কিরণের স্থানবিশেষে ও সময়বিশেষে শক্তিপ্রকাশ জীবগণের অদৃষ্টবশতঃ ঘটিয়া থাকে। এই হৰ্ত্ত কিরণের অদ্ভুত শক্তিদ্বারা অনুপ্রাণিত বিদ্যুৎ ভূমিকম্পের কারণ। e/মা বলিয়াছেন, ‘প্রত্যক্ষদশী নিজ চোখে দেখিয়া সকল বুঝিতে পারেন না, যাহাদের যোগবলে ( অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার সহিত সংযোগশক্তি দ্বারা ) অস্তদৃষ্টি হইয়াছে, তাহারা জানেন এই সৌরজগতে সূৰ্য্য হইতেই পৃথিবী অন্যান্য গ্রহ সমুদ্র পর্বত প্রভৃতি সকল ব্যক্ত পদার্থই আবিভূত হইয়াছে। উপরে পতিত সূৰ্য্যকিরণের প্রভাবে সমুদ্রস্থ ধাতুসকল উদ্বেলিত ও উখিত হইয়া ক্রমে ক্রমে বহুকালে পৰ্ব্বত স্বষ্টি হইয়াছে। নানারূপ সামুদ্রিক চিহ্ন দ্বারা বুঝিতে পারা যায় যে হিমালয় প্রভৃতি বড় বড় পর্বত সমুদ্র হইতেই উখিত। অতি পূর্বকালে ৬ম আমার যখন মহিষাসুরের সহিত যুদ্ধ করিয়াছিলেন, মহিষের লাঙ্গুলের আঘাতে সমুদ্র জল উদ্বেলিত হইয়াছিল চণ্ডীতে এরূপ বর্ণনা আছে। সে সময়েরও বহু পূর্বে সমুদ্রাভ্যন্তরস্থিত ধাতুস্রাব ও অন্যান্য পদার্থ সকল উত্থিত হইয়া বহুকালে হিমালয় পৰ্ব্বতে পরিণত হইয়াছে। অত্যুচ্চ পৰ্ব্বত ক্রমে ক্রমে ভারতের উত্তরভাগ অধিকার করিয়া রহিল। কোন কোন বৈজ্ঞানিক পণ্ডিত বলিয়াছেন, পৃথিবীর নিয়ে স্বাভাবিক উত্তাপ (heat) ধাতুস্রাব ও গন্ধকাদি দ্রব্য আছে স্থানবিশেষে ঐ সকল বস্তুর অস্তিত্ব ও আধিক্য অনুসারে পুথিবী কম্পিত হয়। এক্ষণে প্রশ্ন উঠিতে পারে যে, ঐ সকল দ্রব্য ত