পাতা:ভূকম্প.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 24 ) তৎ অর্থে তেজোময় ব্রহ্ম ত্রিভুবন ব্যাপ্ত বলিয়া এক গায়ত্রী মন্ত্রদ্বারা সকল দেবতার ধ্যানাদি হইয়া থাকে। তেজোময় ব্রহ্ম হইতে ত্রিভুবন স্থষ্ট হইয়াছে। সেই ব্ৰহ্মই আমাদিগের ধোয়। আসুন এক্ষণে সকল স্থষ্টির কারণ ব্রহ্ম তেজোময়ী আণবিকশক্তিকে ধ্যান করিয়া প্রণাম করি। এই প্রবন্ধের সংক্ষিপ্ত মৰ্ম্ম ঃ– বিদ্যুৎ ভূকম্পের কারণ পূর্বে উক্ত হইয়াছে। এতবড় বিরাট ব্রহ্মময়ী পৃথিবীকে আণবিকশক্তিময় ব্রহ্ম বিদ্যুৎ ভিন্ন অন্যের সাধ্য কি যে র্কাপাইতে পারে ? ভূতত্ববিৎ বৈজ্ঞানিক সাহেবেরা বলিতেছেন সমুদ্রমধ্যেই কম্প বেশী হয়। কম্পের কারণ কি তাহারা লিখিতে পারেন নাই । ৬/মা বলিয়াছেন যে, যে হেতু সমুদ্রমধ্যে বিছাৎ কারক বস্তু বেশী আছে সেই জন্য স্থল অপেক্ষ সমুদ্রে কম্পন অধিক হয়। “Earthquakes originating under the see are believed to be more numerous than those on the land." Sir Archibald, Geology page 361. এখানে যে সকল বস্তুর সাহায্যে কৃত্রিম বিদ্যুৎ সংগৃহীত হয়, সমুদ্রমধ্যেই সেই সকল বস্তু অধিক আছে। সমুদ্রের জল সূৰ্য্যকিরণ দ্বারা স্পষ্ট ও আকৃষ্ট হইয়া আকাশে গিয়া মেঘ হয় এবং সেই সজল কাল মেঘেই বিদ্যুৎ প্রকাশিত হয়। ইউরোপ জাপান প্রভৃতি দেশে সমুদ্রের নিকটবর্তী স্থানেই ভূকম্প বেশী হয়। পুথিবীর অভ্যন্ত্রর প্রায় সকল স্থানেই জল ও বিদ্যুৎকারক বস্তু মুছে _;ে"Nবছতের তরঙ্গ ও বেগ অত্যধিক