পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&e সমূহ উপকার জন্মে। আরও দেখ, ঈশ্বর মনুষ্যকে কি পর্যন্ত বুদ্ধি ও সাহস দিয়াছেন, যে বড়ং গড়ের তুল্য জাহাজ গুল বানাইয়া অকুল পাথার অথচ মহাগভীর ও ঝড় তুফানে অতিশয় চঞ্চল এমন যে অতিশয় ভয়ানক সমুদ্র, তাহার উপরে কিবা রাত্ৰি কিবা দিন নিরুদ্বেগে ঐ জাহাজ চালাইয়া পৃথিবী মণ্ডলটা বেষ্টন করিয়া আসিতেছে। ভাল, তবে এই চুম্বক পাতরের এই সকল আশ্চৰ্য্য গুণ আছে, তাহার কারণ কি কিছু বলিতে পার? প। চুম্বক মণিতে ঐ সকল আশ্চর্য গুণ যে কোথাহইতে হইয়াছে তাহার আসল কারণ জানিবার জন্যে বড়ং জ্ঞানি লোকেরা অনেক যত্ব করিয়াছিলেন, কিন্তু অদ্যাবধি অনুভব করিয়া কেহ কিছু বাহির করিতে পারেন নাই। অতএব আরও এই এক থানি কৌতুক দেখ, মানুষেরা এমত বুদ্ধিবান বটেন, তথাপি ঐ একটি পাত্তরের গুণ শত বৎসর পর্যন্ত অনুসন্ধান করিয়াও তাহার যথার্থ সন্ধান পাইতে পারেন নাই। ঐ চুম্বক মণি সকলের আগে রোমাণদের কাছে প্রকাশ পাইয়াছিল, এব” হিন্দুস্থানীয়েরাও অনেক দিন জানিয়াছিল ; কিন্তু তাহার দক্ষিণ উত্তর মুখ হইয়া থাকা এ gণ কেহ টের পায় নাই, ঐ গুণ কেবল গত পাচ শত বৎসরের মধ্যে প্রকাশ পাইয়াছে। সাড়ে পাঁচ শত বৎসর হইল মাকোপোলা নামে এক ব্যক্তি চীন দেশে গিয়াছিল, সেই থানেতে চুম্বক যন্ত্ৰ দেখিয়া সেই স্থানহইতে চুম্বক মণি ইউরপে আনিয়াছিল; এই রূপ কথা লোকে জনরব করে, কিন্তু তাহfর প্রমাণ পাওয়া যায় না; যে হেতুক চীন দেশের লোকের ইউরপের লোকদের চাই সে বিদ্যা শিথিয়াছে, কিম্ব ইউরপের লোকেরা চীন দেশের লোকদের ঠাই শিথিয়াছে, এই বিবাদ আজন্ম পর্যন্ত হইয়। আসিতেছে ।