পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షి ఏ ভাষা ? পূৰ্ব্বকালে ভারতবর্ষে আদিভাষা সংস্কৃত ব্যবহার ছিল । মধ্যে সংস্কৃতানুষায়ি প্রাকৃতভাষ মগধ দেশদিতে প্রচলিত হয় । পরে স^স্কৃতের পরিবৰ্ত্তে এব^ उरनूनांप्त्व হিন্দুস্থানের স্থানেই নানা ভাষার স^স্থান হয়। লঙ্কায় অদ্যাপি প্রায় সম্পস্থত চলিত আছে । দক্ষিণে মথুরা, মহীশূর, এব^মলয়বর প্রদেশের কিয়দ৭শে তামুল ভায় প্রবল। কানাড়ার দক্ষিণস্থ ইলী পৰ্ব্বত অবধি মলয়বর ত্রাবল্লুর প্রভৃতি স্থানে মলয়ঘর ভায। প্রচলিত। আছে । কানাড়াদেশে কানাড়া ভাষা, মহারাষ্ট্রদেশে মহারাষ্ট্র ভাষা চলিত। উৎকলের কতিপয় স্থান এবং কৃষ্ণানদীর তীরস্থ গোলকণ্ড। দেশ অবধি বলঙ ঘাট পৰ্ব্বতের সমীপস্থ ভূমি পৰ্য্যন্ত তৈলঙ্গ ভাষা প্রচলিত, এই ভাষায় দেবনাগরের ন্যায় পঞ্চাশত বর্ণ থাকাতে সশস্কৃতের তাবৎ কথা লেখা যায়। সংস্কৃত মূলক শব্দ এ ভাষায় অতি অপ, তথাপি ইহাতে অতি উত্তম ৰূপে সকল অভিপ্রায় ব্যক্ত করা যায়। ইহার কবিতা অত্যুত্তম এবs এই ভাষায় ব্যাকরণ প্রভৃতি প্রচুর গ্রন্থ আছে। বঙ্গদেশে বঙ্গভাষা প্রবল, ইহাতে সংস্কৃত মূলক অনেক শব্দ আছে । হিন্দুস্থানি ভাষা আগর আলাহাবাদ বারানশী প্রভূতি স্থানে প্রচলিত, ইহার চলিত অক্ষর