পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, চতুৰ্দশ অধ্যায় ৫ ৬ এব• তাহার ভগিনী সকল সে কি অামারঙ্গেয় এখানে নছে ; তবে ইহার এই সকল কৰ্ম্ম কোথা হইতে হইয়াছে : ৫৭ অতএব তিনি তাহারদের ঠেষ বিষয়ু হইলেন, কিন্তু য়িস্ত তাহারদিগকে কহিলেন, আপনার দেশে ও আপনার পরিজনের মধ্যে ছাড়। ভবিষ্যদ্বক্তা কোথায় অসন্তান্ত নহে, ৫৮ এবং তাহারদের অবিশ্বাস নিমিত্তে তিনি সেখানে বহু আশ্চৰ্য্য কৰ্ম্ম করিতে পারিলেন না, চতুর্দশ অধ্যায় সেই সময়ে হেরোদ চতুর্থাশি কৰ্ত্ত য়িস্তর সূৰ্য্যাতি শুণিলেন ; - ং এবং আপনার ভূত্যেরদিগকে কহিলেন, এই য়োহন বাপটাইজক হইবে সে মৃত্যু হইতে উথান করিয়াছে, এই নিমিত্তে আশ্চর্য ক্রিয় তাহাতে প্রকাশ হইতেছে. ও কেননা হেরোদ আপন ভাতা ফুিপের স্ত্ৰী হেরোদীয়ার কারণ য়োহনকে ধরিয়াছিলেন, ও তাহাকে বান্ধিয়া কারা গারেতে রাথিয়াছিলেন. ৪ সে কি জন্যে না য়োহন তাহীকে কহিয়াছিলেন, যে উহাকে তোমার স্বনিকটে রাখা কৰ্ত্তব্য নহে. ৫ কিন্তু যখন তিনি তাহাকে বধ করিতে ইচ্ছা করিলেন, তখন তিনি লোকের পুতি ভীত হইলেন, কেননা তাহারা তাহাকে ভবিষ্যদ্বক্তা করিয়া জানিলেক, ৬ কিন্তু যখন হেরোদের জন্মদিন উপস্থিত হইল, তখন হেরোদিয়ার কন্যা তাহারদের আগে নৃত্যু করিলেন, ও হেরোদের পুীতি জন্মাইলেন.