পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মাতিউ, প্রথম অধ্যায়.

ও আশা হইতে য়িহোশফটের উদ্ভব ও য়িহোশফট হইতে য়োরমের উদ্ভব ও য়োরম হইতে আজীহার উদ্ভব;

ও আজীহা হইতে য়োতমের উদ্ভত্র ও য়োতম হইতে আখজের উদ্ভব আখজ হইতে খজকীহার উদ্ভব;

১০খজকীহা হইতে মনশার উদ্ভব ও মনশা হইতে আমোনের উদ্ভব ও আমোন হইতে আশীহার উদ্ভব;

১১আশীহা হইতে বাবেলে বশতাপন্ন হওন সময়েতে য়িখনীহা ও তাহার ভ্রাতৃগণের উদ্ভব হইল;

১২এবং বাবেলে বশতাপন্ন হইলে য়িখনীহা হইতে শলতালের উদ্ভব ও শলতাল হইতে জরববলের উদ্ভব;

১৩ও জরববল হইতে আবীয়াদের উদ্ভব ও আবীয়াদ হইতে আলীকিমের উদ্ভব ও আলীকিম হইতে আজোরের উদ্ভব;

১৪ও আজোর হইতে সাদকের উদ্ভব ও সাদক হইে আখিমের উদ্ভব ও আখিম হইতে আলিয়াদের উদ্ভব;

১৫ও আলিয়াদ হইতে আলিয়েজরের উদ্ভব ও আলিয়েজর হইতে মতনের উদ্ভব ও মতন হইতে য়াকুবের উদ্ভব;

১৬ও য়াকুব হইতে য়ুশফের উদ্ভব সে মারিয়ার স্বামী যাহার উদরে য়িশু যাহাকে খ্রীষ্ট বলে জন্মিত ছিলেন;

১৭এইমতে আবরহামাবধি দাউদ পর্য্যন্ত সমুদয় পুরুষ চৌদ্দ পুরুষ ও দাউদাবধি বাবেলে বশতাপন্ন হওন পর্য্যন্ত চৌদ্দ পুরুষ এবং বাবেলে বশতাপন্ন হওনাবধি খ্রীষ্ট পর্য্যন্ত চৌদ্দ পুরুষ;