পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাৰি-শতি অধ্যায়, ৪ কেননা অনেকে আহ্লানিত হয়, কিন্তু অলপ জন মনোনীত, ১৫ তখন ফারিসী সকল যাইয় তাহার কথোপ কথনে ফাদ কি রূপে লাগাইতে পারে, ইহার পরামর্শ করিতে লাগিল, ১৬ পরে তাহার হেরোদিয়া বর্গের সঙ্গে আপনার দেৱ শিষ্যগণের দ্বারা তাছাকে কহিয়া পাঠাইল, যে ছে প্তরে, আমরা জানি যে আপনি সত্য হন, ও ঈশ্বরের পথ সত্য রূপে শিঙ্গাইতেছেম ; এবং কাহাকে মানেন না; কেননা আপনি মনুষ্যেরদের মূৰ্ত্তি পুতি অবলোকন করেন না, ১৭ অতএব কাইসরকে কর দেওয়া কৰ্ত্তব্য আছে কি না, আপনি কি বুঝিতেছেনঃ আমারদিগকে বলুন, ১৮ কিন্তু য়ি ও তাছারদের দুস্কৃতি বোধ করিয়া কহিলেন, ওহে কপটি সকল, অামাকে কি জন্যে পরীক্ষা করাহ ? ১৯ আমাকে করের মুদু দেখাও, এবং তাহার এক স্তকী তাহার নিকটে আনিয়া দিল, a তথম তিনি তাহারদিগকে কহিলেন, এই ಸ್ಥಗಿತ N লেখা কাহার 3 ং ১ তাহণৱ কহিল, কাইসরের, তখন তিনি তাহার দিগকে বলিলেন, তবে কাইসরের বস্তু কাইসরকে দেও, ও ঈশ্বরের বস্তু ঈশ্বরকে দেও, এই কথা শুনিয় তাহারা আশ্চর্য মানিল, ও তাছাকে ছাড়িয়া চলিয়া গেল, ২৩ সেই দিবসে শাদকীরা যে কহে পুনরুত্থান হয় না, তাহার। তাছার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিয়া কহিতে লাগিল, যে,