পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, চতুৰ্বি শতি অধ্যায়. ১৫ অতএব যখন তোমস্থা সে উচ্ছন্নকারি বিরুদ্ধ বিষয়ে যে দানি এল ভবিষ্যদ্বক্ত হইতে জ্ঞাপিত ছিল, তাহাকে পূণ্য স্থানে থাড় দেথিবী, (যে কেহ পাঠ করে সে বুঝক), ১৬ তখন যাহারা য়হুদা দেশে থাকে তাহারা পৰ্ব্বতে পলায়ন করুক : o ১৭ যে জন ঘরের ছাতের উপর হয়, সে আপনার ঘর হইতে কোন বস্তু লইবার কারণ না নামূক: ১৮ এবং যে জন ক্ষেতে হয়, সেও আপন বস্ত্ৰ লইতে বাহুড়িয়া ন যাউক, ১৯ কিন্তু তখনকার দিবসে যাহার গর্ভবতী হয়, এবং যাহারা স্তন পান দেয়, তাহারদের দুর্গত হইৰে ! ২০ কিন্তু প্রার্থনা কর যে তোমারদের পলায়ন শীতকালে কিম্বা বিশুমবারে না হয় : ং ১ কেনন। সেই সময়ে বড়ই কুেশ হইবে, যেমত জগতের আরম্ভাবধি আজি পৰ্য্যন্ত কথন হয় নাই, আর কখন হুইবে ও না. o আর সে সময় যদি হাস না করা যায় তবে কোন প্রণির রক্ষা হয় না; কিন্তু মনোনীতেরদের কারণ সেই সময় ছাস করা যাইবে, ২৩ তখন যদি কেহ তোমারদিগকে কহে দেখ খ্ৰীষ্ট এখানে আছেন, কিয়। ওখানে আছেন ; তাহাকে পুত্যয় করি ও ন}, ৪ কেননা মিথ্যা খ্ৰীষ্ট ও মিথ্যা ভবিষ্যদ্বক্তারা উঠিবে, এবং মহৎ লক্ষণ ও আশ্চর্য ক্রিয় পুকাশ করিবেঃ এমত যে তাছার মনোনীতেরদিগকেই ভান্ত করাইবে, যদি তাহা হইতে পারে,