পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, পঞ্চবিংশতি অথ;ংস্কু. ৩ যাহার অজ্ঞান ছিল তাহারা আপনারদের দ্বীপ লইল; কিন্তু তাহার সঙ্গে তৈল লইল না, ৪ কিন্তু জ্ঞানরতীয়া পুদীপের সহিত তৈল আপনারদের পাত্রে লইল, ৫ বর বিলম্ব ক্ষরিয়া থাকিতে তাহারা সকলি দুলিয়া নিদুংগত হইল, ৬ পরে অৰ্দ্ধর ত্রির সময়ে কলরব হইল, যে হে দেথ বর আসিতেছে, তাহার সহিত সাক্ষাৎ কুরিতে আগে বাড়. - - ৭ তখন সে সকল কন্যা উঠিয়া আপলারদের পুদীপ সকল উস্কাইতে লাগিল, ৮ তাহাতে অজ্ঞানার জ্ঞালবতীয়দিগকে বলিতে লাগিল, যে তোমারদের তৈল হইতে আমারদিগকে কিছু দেও; কেননা আমারদের পুদীপ সকল নিবিয়া গিয়াছে, ১ কিন্তু জ্ঞানবতারা উত্তর করিয়া কহিল, যে না; কি জানি আমারদের ও তোমারদের কারণ কুলাইবার মত হয় কি না : তা নাকরিয়া বরঞ্চ বিক্রয়ুকেরদের স্থানে যাইয়া আপনারদের কারণ কিনিয়া লও. - ১ - কিন্তু যাবৎ তাহারা কিনিতে গিয়াছিল, ইহার মধ্যে বর আইলেন, এবং যাহারা পুস্থত ছিল, সে সকল তাহার সুমভ্যারে বিবাহ বাটীতে পুবেশ করিল পরে দ্বার রুদ্ধ হইল, ১১ তাহার পরে অন্য কন্যারা আসিয়া কছিল, হে মহাশয় । অামারদের প্রতি দ্বার স্ফুলিয় দেও. ১ । কিন্তু সে উত্তর করিয়া কহিলেক, আমি তোমার দিনকে জানিনা, ইহা অামি তোমারদিগকে নিতান্ত কহি ।