পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ষড়বিংশতি অধ্যায়. ৩৬ তখন য়িস্ত তাহারদের সহিত গেতসমনি নামে এক স্থানে তাইলেন : পরে শিষ্যেরদিগকে কছিলেন, যাবৎ আমি ওখানে যাইয়। পুর্থনা করি, তাবৎ তোমরা এখানে বসিয় থাক, ৩৭ পরে পিতর ও জেবদির দুই পুত্রকে সঙ্গে লইয়া গিয়া তিনি শোকাকুল ও অত্যন্ত মনোব্যথিত হইতে লাগিলেন. ৩৮ তখন তিনি তাহারদিগকে কহিলেন, আমার পুণ অত্যন্ত শোকাকুল হুইল, বরং মরিবার মত ; তোমরা আমার সঙ্গে এখানে জাং,ৎ হইয়া থাক, ৩৯ পরে কিঞ্চিৎ দূরে অগ্ৰে বাড়িয়া তিনি অষ্টাঙ্গে পড়িয়া প্রার্থনা করিতে লাগিলেন, যে হে আমার পি , যদি হইতে পারে, তবে এই বাটী আমার নিকট হইতে হোন मूल হয় : তত্ৰাপি আমার ইচ্ছা মত না হইয়া তোমার ইচ্ছ। মত হউক, - ৪ ০ পরে শিষ্যেরদের নিকটে আসিয়া তাহারদিগকে নিদুংগত দেখিয়া পিতরকে কহিলেন, কি আমার সঙ্গে এক দণ্ড মাত্র জাগুৎ থাকিতে পারিল মা: ৪১ সচেতন থাকিয় পুর্থনা করছ, যে তোমরা পরীক্ষাতে পুৰেশ না কর, আত্মা উদ্ভূক্ত বটে, কিন্তু শরীর অৰণক্ত, 6ു. ৪ ং দ্বিতীয় বার যাইয়া তিনি প্রার্থনা করিতে লাগিলেন, যে হে তামার পিতঃ, যদি তাহার পান করা ব্যতিরেক এই বাটী আমার নিকট হইতে দূর করা না যায়, তবে তোমার ইচ্ছা পূর্ণ হউক, - ৪৩ পরে আসিয়া তিনি পুনৰ্ব্বার তাহারদিগকে নিদুগত পাইলেম, কেননা তাহারদের চক্ষু ভারি ছিল,