পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, যত্নবিংশতি অধ্যায়. ৬ - কিন্তু কিছু পাইল না : তাহাতে অনেক মিথ্যা সাঙ্কির আইল বটে, তত্ৰাপি তাহারী কিছু পাইল না, অবশেষে দুই মিথ্য সাক্ষী আসিয়া কহিল, ৬ ১ এই বেটা বলিল, যে আমি মন্দিরকে ভঞ্জন করিয়া তাহা পুনরায় তিন দিবসের মধ্যে নির্মাণ করিতে পারি, ৬ । তখন মহাযাজক উঠিয় তাহাকে কছিল, কি ভূমি কিছু উত্তর দেও না, তোমার পুতি ইহারা কি সাক্ষী দেয়? ৬ ও কিন্তু য়িস্ত চুপ করিয়া থাকিলেন. তখন মহাযাজক তাহাকে উত্তর করিয়া কহিল, জুমি ফুষ্ট ঈশ্বরের পুত্র বট কি না? ইহা অামারদিগকে বলিতে আমি তোমাকে জীববান ঈশ্বরের দিব্য দি. ৬৪ য়িস্ত তাহাকে কছিলেন, তুমি বলিয়াছ: অপর আমি তোমারদিগকে কহি, যে ইহার পরে তোমরা মনুষ্য পুরকে প্তভাবের দক্ষিণ ভিতে বসিয়া থাকিতে এবং আকাশের মেঘে আগমন করিতে দেখিব, ৬৫ তখন মহাযাজক আপন বস্ত্র ফাড়িয়া কহিল, এটা ঈশ্বরাপমানক কথা কহিয়াছে, অামারদের আর সাক্ষিতে পুয়োজন কি ? দেখ তো তোমরা তাহার ঈশ্বরাপমানক কথা সমপুতি শুনিয়াছ. ৬৬ তোমরা কি বুঝহঃ তাহারা উত্তর করিয়া কহিল, সে মৃত্যুর দোষী, ৬৭ তখন তাহারা তাহার মুখে থুক ফেলিল, ও তাহাকে কীল মারিল. ৬৮ এবং অন্যেরা চড় মারিয়া কহিতে লাগিল, রে খ্ৰীষ্ট, অামারদিগকে ভবিষ্যদ্বাণী বল, কে তোকে ঘ মারিল ? ৬৯ ইহার মধ্যে পিতর বাহির দালানে বসিয়া ছিল, এবএক চেড়ী তাহার নিকটে আসিয়া কহিল, তুমি ও গালিলির খ্রিস্তর সঙ্গে ছিল : -