পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, সপ্তবিংশতি অধ্যায়. ৩ । পরে বাহিরে যাইতে ২ তাহারা শীমন নামে এক কিরেণি মনুষের সাক্ষাৎ পাইয় তাহাকে তাহার ক্রুগ বহিয়া লইয়া যাইতে বেগার ধরিল. ৩৩ অনন্তর গলগত নামে এক স্থান, অর্থাৎ মাত ফুলী স্থান, সেই খানে পৌছিলে পরে ৩৪ তাহার। তাছাকে পিত্তেতে মিশ্রিত ছিরকা পান করিতে দিল ; কিন্তু তাহ) চাকিয় তিনি পান করিতে চাহিলেন না. ৩৫ তখন তাহারা তাহাকে শেতে চড়াইয় এবং গুলীৰ্বাট করিয়া তাহার পরিচ্ছদ ভাগ করিয়া লইল ; সেই কথা যেন পূর্ণ হয়, যে ভবিষ্যদ্বক্তার দ্বারা উক্ত ছিল, যে আমার বস্ত্র তাহারা আপনারদের মধ্যে পরিবণ্টন করিল, এবণ অামার জামার কারণ গুলীবাট করিল, ৩৬ পরে তাহার। সেই থানে বসিয়া তাছার পুহুরিতে থাকিল, ৩৭ এবং তাছার মস্তকের উপর তাহার অপবাদের লেখন লাগাইয়া দিল, যে এই য়িস্ত য়হুদীরদের রাজা, ৩৮ এবং দুই চোর তাছার সঙ্গে শেতে চড়ান গেল, এক জন দক্ষিণ পার্শ্বে, ও অন্য জন বাম পার্শ্বে, ৩১ এবং পথগামি সকল তাহাকে তিরস্কার করিতে লাগিল, তাহারা আপনারদের মস্তক লড়িয়া কছিল, a o ওরে মন্দিরের নাশক, ও তাহার তিন দিনের মধ্যে নির্মাণ কারক! জুই আপনার রক্ষা করিল, যদি ঈশ্বরের পুত্র হইস, তবে ক্রুশ হইতে নামিস, ৪১ এবং প্রধান যাজকেরাও পরিহাস করিয়া অধ্যাপক ও প্রাচীন লোকের সহিত বলিতে লাগিল,