পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চম অধ্যায়। ৩৬ কিন্তু য়োহনের পুমাণহইতে আমার আর বড় প্রমাণ অাছে, কেননা যে কৰ্ম্ম নিষপন্ন করিবার কারণ পিতা আমাকে দিয়াছেন, সেই যে আমার কৃত কাৰ্য্যই আমার বিষয়ে পুমাণ দেয়, যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন । ৩৭ এর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আপনি আমার বিষয়ে প্রমাণ দিয়াছেন। তাহার রব তোমরা কথন শুনহ। নাই, ও তাহার মুক্তি দেখহ নাই। ৩৮ এব• তাহার কথা তোমারদের অন্তঃকরণে স্থিত হয় না, কেননা যাহাকে তিনি পাঠাইয়াছেন তাহাকে তোমরা পুত্যয় কর না । ৩১ গ্রন্থ সকল বিচার কর, কেননা তাহাতে তোমরা আপনারদের অনন্ত জীবন লাভ অনুভব করহ, এবং সেই সে আমার জন্য পুমাণ দেয় । ৪০ কিন্তু তোমরা জীবন প্রাপ্ত্যৰ্থে আমার নিকটে আসিতে চাহ না । । - ৪১ আমি মনুষ্যেরদের স্থানে মর্যাদা লই না ; ৪২ কিন্তু আমি তোমারদিগকে জানি, যে তোমারদের মধ্যে ঈশ্বরের প্রেম নাই । o ৪৩ অামি আপন পিতার নামে আসিয়াছি, তাহাতে তোমরা আমাকে গ্রহণ কর না; অন্য যদি আপনার নামে আইসে, তবে তাহাকে তোমরা গ্রহণ করিবণ। ৪৫ তোমরা জনেং পরল্পর মর্যাদা পাইয়া, এবং যে মর্যাদা কেবল ঈশ্বরহইতে আইসে তাহার চেষ্টা না করিয়া, কিরূপে বিশ্বাস করিৰ ? ৪ঃ আমি যে পিতার স্থানে তোমারদের অপবাদ করিব, এমন ভৰিও না ; তোমারদের অপবাদক এক জন আছে, সে মুশাই, যাহতে তোমরা বিশ্বাস করহ ।