পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- য়েছিল, অষ্টম অধ্যায়। ৪৫ এবং আমি তোমারদিগকে সত্য কহিতেছি, এই নিমিত্ত্বে তোমরা আমাকে পুত্যয় করহ না । ৪৬ তোমারদের কোন জন আমার পাপ পুতিপন্ন করিয়া দেখাইতে পারে, এবং সত্য যদি বলি, তবে আমাকে কেন প্রত্যয় কর না ? ৪৭ যে ঈশ্বরহইতে হয়, সে ঈশ্বরের কথা শুনে ; তোমরা ঈশ্বরহইতে নহ, এই জন্য শুনহ মা । ৪৮ তখন য়হুদীরা প্রত্যুত্তর করিয়া তাহকে কহিল, আমরা বিহিত কহি কি না যে তুমি শমরণী এবং ভূতগ্ৰস্ত আছ ? ৫৯ য়িস্ত উত্তর করিলেন, আমি ভূতগুস্ত নহি, কিন্তু আপন পিতার সন্মান করি, এবং তোমরা আমার অপমান করত । ৫০ আমি আপন গৌরবের অনুসন্ধান করি না, একটা আছেন যিনি অনুসন্ধান করেন, এবং বিচারও করেন। ৫১ সত্যং আমি কহি তোমারদিগকে, কোন মনুষ্য যদি আমার কথা পালন করে, সে মৃত্যুকে কখন দেখিবে না। ৫ং তখন যুহুদীরা বলিল, এখন আমরা জানি, যে তুমি ভূতগ্ৰস্ত বট; আবরহাম এবং ভবিষ্যদ্বক্তারা মরিয়াছে, তুমি কহিতেছ, যদি কোন মনুষ্য আমার কথা পালন করে, সে মৃত্যুর আশ্বাদন কথন পাইবেক না । ৫৩ ভূমি কি আমারদের পিতা আবরহামহইতে মহৎ? তিনি ও মরিয়াছেন, এবং ভবিষ্যদ্বক্তারাও মরিয়াছেন ; তুমি আপলীকে কি করিয়া মান ? \ ৫৪ য়িত্ত পুতু্যওর করিলেন, যদি আপনার মর্যাদা আপনি করি, তবে আমার মর্যাদা কিছু নয়, আমার পিতা যাহাকে তোমরা আপনারদের ঈশ্বর করিয়া বল, তিনিই আমাকে ময্যাদা করেন ।