পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, নবম অধ্যায়। ৬ তিনি এই রূপ কহিয়া ভূমিতে খুক দিলেন এবং সে খুক দিয়া কদম বানাইলেন। ৭ পরে সে অন্ধ লোকের চক্ষুর উপর ঐ কাদা লেপাইয়া তাহাকে কহিলেন, শিলোয়াম অর্থাৎ প্রেরিত পুষ্করিণীতে যাইয়া । ধৌত কর গ্য। অতএব যে পুস্থান করিল, এবং পুক্ষালন করিয়া সচক্ষু হইয় আইল । ৮ ইহাতে পড়সি লোক, এবং যে সকল পূৰ্বে তাহাকে অন্ধ দেখিয়ছিল, তাহয় হলিতে লাগিল, ঐ যে ভিক্ষা মাঙ্গিয়া বসিয়া থাকিত এটা কি সেই দহে ? ১ কেহ বলিল, সেই বটে ; আর কেহ বলিল, তাছার স্বরূপ মত আছে ; কিন্তু আপনি বলিল, আমি সেই বটি । ১০ অতএব তাহারা কহিতে লাগিল,তুমি কি মতে দৃষ্টি পাইলা? ১১ সে উত্তর করিয়া কছিল, এক মনুষ্য তাহার নাম ফ্লিপ্ত, সে কাদী বানাইয়া আমার চক্ষুতে লেপিয়া আমাকে কহিলেক, শিলোয়াম পুষ্করিণীতে যাইয় ধোও; অতএব আমি গেলাম এবং ধৌত করিয়া চক্ষু পাইলাম। - ১২ তখন তাহার কহিল, সে কোথায় আছে সে বলিল, আমি জানি না । ১৩ তাহার সে পূৰ্বান্ধ মনুষ্যকে ফারসীরদের স্থানে আনিয়া দিল । - ১৪ কিন্তু য়িস্ত সে কর্দম বানাইয় তাহাকে চক্ষু দিয়াছিলেন বিশ্রামবারে । ১৫ তখন ফারসীরাও তাঁহাকে প্রশ্ন করিল যে কি রূপে চক্ষু পাইয়াছ সে কহিল, তিনি আমার চক্ষুতে কাদা লাগাইয় দিলেন, পরে আমি ধৌত করিয়া এখন দেখিতে পাই ।