পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চদশ অধ্যায়। আমাকে প্রেম করে, সে আমার কথা পালন করিবে, এবং আমায় পিতা তাঁহাকে প্রেম করিবেন, এবং তাহার নিকট আসিয়া আমরা তাহার সহিত বাস করির l ২৪ যে আমাকে প্রেম করে না, সে আমার কথা রাখে ন}; এবং যে কথা তোমরা শ্রবণ কর, সে আমার নয়, কিন্তু আমার প্রেরণফন্ত পিতার । o - - ২৫ এই সকল কথা আমি তোমারদের সহিত বৰ্ত্তমান থাকিতে কহিয়াছি । ২৬ কিন্তু পুৰোধকৰ্ত্ত ধৰ্ম্মময় আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইবেন, তিনি তোমারদিগকে সকল কথা শিক্ষাইবেন, এবং যে কিছু আমি তোমারদিগকে কহিয়াছি, সে সকল তোমারদের স্মরণে দেওয়াইবেন । - ---- ২৭ অামি তোমারদের স্থানে শান্তি গুইয়া যাই, আমি আপনার শান্তি দি, সংসারে যেমত দান করে সেই রূপ আমি তোমারদিগকে দি না, তোমারদের অন্তঃকরণ দুথিত কিম্বা ভয়াম্বিত না হউক । - ২৮ অামি বলিলাম তোমারদিগকে, যে আমি যাইয়া, আরবার তোমারদের নিকটে আসি, ইহা তোমরা শুনিয়া যদি আমাকে প্তেম করিতা, তবে আমি যে কহিলাম, আমি পিতার নিকটে যাই, ইহাতে আহ্লাদিত হইত, কেননা পিতা আমাহইতে গুরুতর আছেন । । - ২১ এবং তাহার হওনের পূৰ্বে এখনি আমি তোমারদিগকে কহিয়াছি, যেন তাহার হওনের পরে তোমারদের প্রত্যয় হয় ? ৩০ এখনহইতে আমি তোমারদের সহিত বিস্তুর আলাপ করিব না, কেননা এ জগতের অধিপ আসিতেছেন, কিন্তু অামাত্মে তাহার কিছু বিষয় নাই ।