পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষোড়শ অধ্যায় । ১১ কিন্তু য়িত্ত জানিলেন, যে আপনাকে তাহীরদের জিজ্ঞাসা করিবার ইচ্ছা আছে, অতএব তিনি তাহারদিগকে কহিলেন, এই যে আমি কহিলাম, কিঞ্চিৎ কাল আছে, তত পরে আমাকে তোমরা দেখিতে পাইবা না, পরে তার কিঞ্চিৎ ব্যাজে আমাকে দেখিতে পাইবা, ইহার তদন্ত না কি তোমরা আপনারদের মধ্যে তত্ত্ব করহ ? ২০ সত্যং আমি বলি তোমারদিগকে, তোমার ক্ৰন্দন ও শোক বিলাপ করিব, কিন্তু জগৎসংসার কৌতুকাবিষ্ট হইবে, এবং তোমরা শোকাকুল হইবে, কিন্তু তোমারদের শোচনা আনন্দে লুপ্ত হইবে - ২১ পুসূতি স্ত্রী যখন তাহার ক্ষণ উপস্থিত হয় তখন সে দুথিত আছে,কিন্তু পুত্র প্রসব হইবা মাত্র, তাহার একজন পুরুষ ভূমিষ্ঠ হওয়াতে যে আনন্দ হয়, তাহাতে আপনার বেদনা আর স্মরণে থাকে না । ২২ এমনে তোমরা ও সমৃতি শোকাকুল হইল, কিন্তু আমি তোমারদের স্থানে আরবার সাক্ষাৎ দিব, পরে তোমারদিগের মন আনন্দিত হইবে, এবং তোমারদিগের আনন্দ কেহ হরণ করিতে পরিবেক না । ২৩ সেই দিবসে তোমরা আমাকে আর কোন জিজ্ঞাসা করিব না ; সত্যং আমি বলি তোমারদিগকে, যে কিছু আমার নামে তোমরা পিতার স্থানে চাহিবা তিনি তোমারদিগকে অবশ্য । দিবেন । ২৪ অদ্যপি আমার নাম করিয়া তোমার কিছু চাহ তবে তোমারদের পূর্ণানন্দ যাহাতে হয়, তাহ পাইবা । o ২৫ এ সকল কথা আমি উপমা দিয়া তোমারদিগকে কহিয়াছি, কিন্তু সময় আসিতেছে, যখন উপমা কথা তার বলিব না, কিন্তু তোমারদিগকে স্লষ্ট রূপে পিতার বিষয় জানাইব ।