পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েছিল, অষ্টাদশ অধ্যায়। কহিলেন, এ মনুষ্যের পুতি তোমরা কিসের অপবাদ আনহ ! o ৩০ তাহারা উত্তর করিল, সে অপরাধী না হইলে আমরা আপনার স্থানে তাহাকে সমপর্ণ করিতাম না । ৩১ অতএব পীলাত কহিলেন, তোমরা আপনারদের স্থানে লইয়া তাহাকে আপনারদের ব্যবস্থানুক্রমে বিচার কর । তথন য়হুদীরা উত্তর দিল, যে কোন মনুষ্যের বধ করা আমারদের কৰ্ত্তব্য নহে ! ৩ং ইহাতে য়িস্ত আপন মৃত্যুর বিষয়ে কি প্রকারে মরিবেন যে কথা কহিয়াছিলেন তাহ যেন পূর্ণ হয় । ৩৩ তথন পীলাত বিচার দালানে পুনৰ্বার গেলেন, এবং য়িস্তকে ডবিয়া তাহাকে কহিলেন, তুমি না কি য়হুদীরদের রাজা বট ৩৪ য়িত্ত উত্তর দিলেন, তুমি কি আপন হইতে এ কথা কহ, কিম্ব। অন্য লোক আমার বিষয়ে তাহা তোমাকে কহিয়াছে ? ৩৫ পীলাত পুত্যুত্তর করলেন, কি আমি য়হুদীঃ তোমার স্বদেশিরা এবং প্রধান যাজকের তোমাকে আমার স্থানে সমপণ করিয়াছে । তুমি কি করিয়াছ ? - ৩৬ য়িত্ত পুত্যুত্তর করিলেন, আমার রাজ্য এ জগতের নহে ; আমার রাজ্য যদি এই জগতের হইত তবে আমার পুজারায়হুদীরদের বশ হইতে আমাকে রক্ষণ করিতে যুদ্ধ করিত ; কিন্তু আমার রাজ্য এথা হইতে নহে । ৩৭ ইহাতে পীলাত কহিলেন, তবে কি তুমি রাজ্য বট? ফ্লিপ্ত উত্তর দিলেন, তুমিতে কহিতেছ। আমি রাজাবটি ইহার কারণ আমার জন্ম হইয়াছে, এবং এই বিষয়ে আমি জগতে অইলাম। o