পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, উনবিংশতি অধ্যায়। ১৫ কিন্তু তাহারা চীৎকার করিয়া বলিল, দূর কর, দূর কর, তাহাকে ক্রুশ দেও পীলাত তাহারদিগকে কহিলেন, আমি কি তোমারদের রাজাকে ক্রুশ দিব ? প্রধান যাজকের উত্তর দিল, কাইসর ব্যতিরেক আমারদের রাজা নাই ! - ১৬ তখন তিনি তাহাকে জুশে চড়াইতে তাহারদের স্থানে সমৰ্পণ করিলেন, এব• তাহারা য়িস্তকে ধরিয়া লইয়া গেল । ১৭ পরে তিনি আপন ক্রুশ বহিয়া মাথা খুলী স্থল নামে এক স্থানে যাইয়া উত্তরিলেন, কিন্তু এক্ট্র ভাষাতে তাহাকে গলগত বলে ! - ১৮ সেখানে তাহারা আর দুই জনের সহিত তাহাকে জুশে চড়াইল, একং পাশ্বে এক২ জন, এবং য়িস্ত মধ্যখানে । ১১ পরে পীলাত একটা পদবী লিথিয়া ক্রুশের উপর লাগাইয়া দিলেন; সেই লেখা এই, য়িস্ত নাশরের্তী যুহুদীরদের রাজা । ২০ তখন ঐ পদবী অনেক য়হুদী পাঠ করিল, কেননা য়িম্ভর কুশ হওয়া স্থান নগরের নিকটে ছিল, এবং তাহা এবুী ও য়ুনানী ও লাটিন ভাষাতে রচিত ছিল । ২৯ তখন য়হুদীরদের প্রধান যাজকগণ পলাতকে কহিলেন, যে য়হুদীরদের রাজা করিয়া না লিখুন, কিন্তু যে সেই বলিল, আমি য়হুদীরদের রাজা । o ২ং পীলাত উত্তর দিলেন, যাহা লিথিয়াছি তাহ লিথিয়াছি । ২৩ তখন সেনাগণ য়িস্তকে ক্রুশ দিয়া তাহার বস্ত্র চারি ভাগ করিল, একই সৈন্যকে একং ভাগ; এবং তাহার জামাও লইল । কিন্তু সে জামা অজোড় ছিল, উপরহইতে সমুদায় বিনীত । ২৪ অতএব তাহারণ পরল্পর কহিল, তাহা আমরা চিরি না ; কিন্তু কাহার হইবে তাহার জন্যে গুলি বাট দি ; ইহাতে সে কথা যেন পূর্ণ হয়, যে গ্রন্থিত আছে, আমার পরিচ্ছেদ তাহার