পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o য়োহন, উনবিcশতি অধ্যায় । আপনাররদের মধ্যে বঁটিয়া লইল, এবং আমার জামার নিমিত্ত্বে গুলি বাট দিল, অতএব সেনাগণ এ সকল করিল। ২৫ এথা য়িম্ভর ক্রুশের নিকটে তাহার মাত, এবং মাসী, ও মারিয়া, কুেওপার স্ত্রী, ও মারিয়া মাগুলেন, দাড়াইতে ছিল । ২৬ অতএব য়িস্ত আপন মাতা এবং তাহার প্রিয় শিষ্যকে সন্নিকটে দাড়াইতে দেখিয়া, তিনি কহিলেন, হে মাইয়ে তোমার পুত্রকে দেখা ! ২৭ পরে সে শিষ্যকে কহিলেন, তোমার মাতাকে দেখ; এবং সেই ক্ষণহইতে সেই শিষ্য তাহাকে আপন ঘরে লইল । ২৮ ততঃপরে য়িশু সকল কৰ্ম্ম সমাপ্ত জানিয়া, গুস্থ কথা যেন পূর্ণ হয়, তিনি বলিলেন, আমি তৃষাৰ্ত্ত আছি । ২১ সেই থানে শিরকায় ভরা একটা বাটী থোওয়া ছিল, অতএব তাহারা সে শিরক দিয়া একটা স্নঞ্জ পুৱাইয় তাহ হেজরের উপর বান্ধিয়া তাহীর মুথাগ্রে রাথিয় দিল । ৩০ যখন য়িত্ত সে শিরকা লইলেন, তখন কছিলেন, সমাপ্ত হইল, এবং মাতা নোয়াইয়া পুণ ত্যাগ করিলেন । ৩৯ তখন আয়োজন সময় হওয়াতে দেহ যেন বিশুমি বারে ক্রুশের উপর না থাকে, কেননা সেই বিশ্বাম বার এক বড় দিন ছিল, এই নিমিত্তে য়হুদীরা পালাতের স্থানে যাচএণ করিল, যে তাহারদের পী সকল ভঙ্গ করিয়া তাহারদিগকে স্থানান্তরে লইয়া যাইতে আজ্ঞা হয় । ৩ং তখন সেনাগণ আসিয়া পুখমের পা ভাঙ্গিল, পরে অন্য জন যে তাহার সহিত ক্রুশেতে চড়ান গেল, তাহারও।