পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, উনবিংশতি অধ্যায় । ৩৩ কিন্তু য়িস্তর স্থানে আসিয়া তহিকে তখনি মৃত দেখিয়া তাহার পা ভাঙ্গিল না । ৩৪ কিন্তু এক জন সেনা তাহার কক্ষ দেশ শূলেতে বিন্ধিল, তাহাতে রক্ত ও জল বাহিরাইল । ৩৫ এবং তাহ যে দেখিল, সে সান্ধী দিল, ও তাহার সাক্ষী সত্য; এবং সে জানে যে আপনি সত্য কহিতেছে, তাহাতে তোমারদের বিশ্বাস যেন হয় । ৩৬ কেননা এ সকল হইল, যেন গুস্থ কথা পূর্ণ হয়, যে তাহার এক থান অস্থি ভগ্ন হইবে না । ৩৭ পুনশ্চ আর এক গ্রন্থ বলে, যাহকে তাহারা বিন্ধিল, তাহার উপর তাহারা অবলোকন করিবে । ৩৮ তাহার পরে যুশফ অরিমাতেয়া য়িত্তর এক জন শিষ্য, কিন্তু য়হুদীরদের ভয়েতে অব্যক্ত রূপে, সে পীলাতের স্থানে যাচঞা করিল, যে য়িত্তর দেহ লইয়া যাইতে আজ্ঞা পায়, তাহাতে পীলাত অজ্ঞা দিলেন ; অতএব সে আসিয়া য়িস্তর দেহ লইল । ৩৯ পরে নিকদেমস যে প্রথমে রাত্রিকালে য়িত্তর নিকটে গিয়াছিল, সেও আইল, এবং মহ ও অগুরু মিশ্রিত মোন ডেড়েক আনিলেক । o ৪০ তখন তাহার য়িত্তর দেহ লইয়া য়হুদীরদের কবর দেওন ক্রিয়ানুক্রমে সে বণিক দুব সঙ্গে তাহাকে কাপড়ে জড়াইয়া দিলেন । ৪১ ইহাতে য়িম্ভর কুশ হওয়ার স্থানে এক বাগান ছিল, এবং সেই বাগানে একটা নূতন কবরস্থান যাহাতে কোন মনুষ্য সে পৰ্যন্ত কথন শোওয়া যায় নাই ।