পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ষষ্ঠ আধ্যায়. ৩ কিন্তু যখন তুমি ভিক্ষা দেও তখন তোমার দক্ষিণ হাত কি কৰ্ম্ম করিতেছে তাহা তোমার বাম হাত যেন জানি তে না পারে : o ৪ তাহাতে তোমার দান সকল যেন গোপনে হয় ও তোমার পিতা যিনি গোপনের মধ্যে দেখিতেছেন তিনি - তোমাকে ব্যক্ত রূপে পুতিফল দিবেন। ৫ অপর যখন তুমি পার্থনা করহ তথন জুমি কপটি বর্গের মত হইবা না কেননা তাহারা সভাতে ও সরাণের কোণাতে দাড়াইয় পুর্থনা করিতে আকাঙক্ষ করে মনুষ্যের দের স্থানে যেন দৃষ্টি হয় সত্য আমি তোমারদিগকে কহি - তাহারা আপনারদের পুতিফল পুপ্তি হইয়াছে, ৬ কিন্তু তুমি যখন পুর্থনা করহ তথন আপনার অন্তর গারে পুবেশ কর এবং দ্বার রুদ্ধ করিয়া তোমার গুপ্তমান পিতাকে আরাধনা করহ ও তোমার পিতা যিনি গোপনের মধ্যে দেখিতেছেন তিনি তোমাকে পুকাশরুপে পুতিফল দিবেন. ৭ কিন্তু যখন তোমরা প্রার্থনা করহ তথন বৃথা পুনরুক্তি করিও না যেমত ভিন্নদেশিবর্গ করে কেননা তাহারা বুঝে যে তাহারদের বিস্তারিত কহাতে তাহারদের পুর্থনা শূন যাইবে, ৮ অতএব তোমরা তাহারদের মত হইও না কেননা তোমারদের কি খ আবশ্যক আছে তাহা তোমারদের যাচনের পূৰ্ব্বে তোমারদের পিতা জানেন , ৯ অতএব তোমরা এই মত পুর্থনা করই হে আমার দের স্বৰ্গস্থ পিতঃ তোমার নাম পুণ্য জ্ঞানে মান যাউক: ১ • তোমার রাজ্য অণইস্ক তোমার ইচ্ছা যেমত স্বর্গেতে সেই মত পৃথিবীতে পালিত হউক ।