পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, একবিংশতি অধ্যায় । ৪ প্রাতঃকাল হইলে য়িস্ত সাগরের তীরে উপস্থিত হইলেন; কিন্তু শিষ্যেরা জানিল না, যে তিনি য়িস্ত । ৫ তখন য়িস্ত তাহারদিগকে কহিলেন, হে বাছার, তোমারদের স্থানে কিছু ভক্ষ্যদ্রব্য আছে? তাহারা উত্তর দিল, যে না । ৬ পরে তিনি কহিলেন, নৌকার দক্ষিণ পাশ্বে জাল ক্ষেপণ কর, তবে পাইবা । অতএব তাহারা ফেলিয়া দিল ; তাহাতে মৎস্যের বাহুল্যতা প্রযুক্ত তাহারা জাল টানিতে অসমর্থ ছিল ।

৭ এতদর্থে ঐ শিষ্য যে য়িত্তর প্রিয় সে পিতরকে কহিল, এই প্রভু বটে । পিতর যখন পুভূ কথা শুনিলেন সেই উলঙ্গ হইলে আপন মাছুয়ার বস্ত্র দেহে বান্ধিয়া সাগরে বাপ দিল । ৮ পরে অন্য শিষ্যের মৎস্য সহিত জাল টানিতেই ছোট ডিঙ্গাতে আইল, কেননা তাহারা কুল হইতে বিস্তুর দূর ছিল না, কিন্তু রজু আড়াই এক পরিমাণ । ১ ভূমিতে উপস্থিত হইলে তাহারা পুজ্বলিত অঙ্গারে এক অগ্নি, এবং তাহার উপর মৎস্য গুলা এবং রুটী সাক্ষাৎ দেথিল । ১০ য়িস্ত তাহারদিগকে কহিলেন, তোমরা যে মৎস্য ধরিয়াছ তাহা হইতে কিছু আনিয়া দেও ! ১৯ শীমন পিতর যাইয় এক শত তিপ্ৰপান্ন বড়ং মৎস্যেক্তে ভরা জালকে ভূমিতে টানিয়া লইল, কিন্তু এত ছিল, তথাচ জাল ছেড়া গেল না । - ১ং য়িত্ত তাহারদিগকে কহিলেন, আইস, ভোজন কর; তাহাকে প্রভু জানিয়া, শিষ্যেরদের মধ্যে কেহ তাহাকে, কে বট, জিজ্ঞাসা করিতে সাহসিক ছিল না ।