পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, যষ্ঠ অধ্যায়. ১১ আমারদের দিবসিক আহার এই দিবসে দেওঃ ১ ২ ও যেমত আমরা অ পিনারদের দায়িরদিগকে ক্ষম । করিতেছি সেই মত অামারদের দাওয়া সকল ক্ষমা কর হ: ১ ৩ - এব০ আমারদিগকে পরীক্ষায় লওয়াইও না কিন্তু মন্দ হইতে রক্ষা করই কেননা রাজত্ব ও পর ক্রম ও গৌরব তোমার সদা সৰ্ব্বক্ষণে, আমেন ১ ৪ অতএব যদি তোমূরা মনুষ্যেরদের অপরাধ ক্ষমা করহ তবে তোমারদের স্বগীয় পিতা তোমারদিগকে ও ক্ষম করিবেন : ১৫ কিন্তু যদি তোমরা মনুষ্যেরদের অপরাথ না ক্ষমছ তবে তোমারদের পিতা তোমারদের অপরাধও ক্ষম। করিবেন না, ১৬ অপর যখন তোমরা উপবাস কর তথন কপটি বর্গের মত বিষন্ন বদন হইও না কেননা তাহারা মনুষ্যের দিগকে উপবাসী দেখাইবার কারণ আপনারদের মুখ বিকৃতি করে সত্য আমি কহি তোমারদিগকে তাহার্য আপনারদের প্রতিফল পাইয়াছে ১৭ কিন্তু যখন জুমি উপবাস করই তখন আপন মস্তকে তৈল মৰ্দ্দন কর ও মুগ্ধ পুঙ্কালন কর; ১৮ তাহাতে যেন তুমি মনুষ্যেরদের পুতি উপবাসি মত না দেখাও কিন্তু তোমার গুপ্তমান পিতার পুতি এবং তোমার পিত যিনি গোপনে দেখিতেছেন তিনি তোমাকে ব্যক্তরূপে পুতিফল দিবেন। ১১ পৃথিবীর উপর আপনারদের কারণ ধন সঞ্চয় করিও না যেখানে কীট ও মর্চা ক্ষয় করে ও যেখানে চোরের। সিন্ধ দিয়া চোরী করে :