পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, সপ্তম অধ্যায়, ৩ কিন্তু তোমার ভূতার চক্ষুতে যে কণিকা আছে ভাস্থার প্রতি অবলোকন করিয়া আপন নিজ চক্ষতে যে কাণ্ডী অাছে তাহার আলোচনা কেন্ন করছ না? d{ہ ৪ কিম্বা আপনার ভাতৃকে কিরূপে কহিতে পারিবা যে থাক ভাই আমি তোমার চক্ষু হইতে কণিকা বাহির করিয়া দি ও তাবৎ দেখ তোমার নিজ চক্ষুতে একটা কাণ্ডী আছে ? ৫ ছে কপটী পুথমে জ্ঞাপন নিজ চক্ষু হইতে কাণ্ডী বাহির করিয়৷ দেও তবে তোমার ভুতার চলু হইতে কণিকা বাহির করিতে তোমার দৃষ্টি পুসন্ন হইবে, ৬ কুতু্ররদিগকে পূণ্য বস্তু দিও না ও শূকরের আগ্নে তোমারদের মুক্ত ফেলিয়। দিও না যে কি জানি তাহারদের পায়ের তলে তাহা দলাইয়া দেয় এবং ফিরিয়া তোলাৰু দিগকে চিরে. ও যাচঞা কর তবে তোমারদিগকে দেওয়া যাইবে অন্বেষণ কর তবে উদেশ পাইবা দ্বারে ঘা দেও তবে সে তোমারদের পুতি থোলী যাইবে : ৮ কেননা যাহারা যাচগ্রগ করে তাহারা প্রত্যেক জন প্রাপ্ত হয় ও যে জন অন্বেষণ করে সে উদেশ পায় এব যে দ্বারেতে ঘা দেয় তাহার পুতি সে খোলা যাইবে. ১ বর’ তোমারদের মধ্যে কোন জন যদি আপন পুত্র তাহার স্থানে রুটী চাহে তাহাকে পাতর দিবে ? ১৯ কিম্বা যদি সে মৎস্য চাহে তাছাকে সর্প দিবে? ১১ অতএব তোমরা মন্দ হইয়া যদি আপনারদের ছাওয়ালেরদিগকে ভাল দান দিতে জানহ তৰে তোমারদের স্বৰ্গস্থ পিতা তিনি আপন যাচকেরদিগকে কতোধিকে উত্তম সামগ্ন দিবেন?