পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, অষ্টম অধ্যায়. অষ্টম আধ্যায়, পরে তিনি সে পৰ্ব্বত হইতে নামিতে ই বহু লোকারণ্য তাহার পশ্চাৎ চলিল. ং ও দেথ এক জন কুণ্ঠী আসিয় তাহাকে পুণাম করিয়া কহিল, হে প্রভো, আপনি যদি ইচ্ছা করেণ তবে আমাকে পরিস্কৃত করিতে পারেণ, - *z= ৩ তখন য়িস্ত হস্ত বিস্তার করিলেন, ও তাছাকে স্পর্শ কুরিয়া কছিলেন, আমার ইচ্ছা আছে, তুমি পরিস্কৃত হও; এবং তৎক্ষণাৎ তাহার কুষ্ঠ পরিস্কৃত হুইল, ৪ পরে য়িস্ত তাহাকে কহিলেন, সাবধান তুমি কোন মনুষ্যকে কহিও না ; কিন্তু প্রস্থান করিয়া যাজকের স্থানে দেখা দিয়া যে দান মোশা নিরূপণ করিয়া তাজ্ঞ করিলেন তাহ। তাহারদের পুতি সাকির নিমিত্তে নিবেদন করহ. । ৫ অনন্তর খ্রিস্ত কফরনহয়ে বিষ্ট হইলে এক জন শত সেনারপতি তাহার নিকটে আইল, ও কাকুতি করিয়৷ ফহিল. । - - / - ৬ হে পুতো আমার মফর অৰ্দ্ধাঙ্গ ব্যাধিতে ব্যাথিত, ও অত্যন্ত বেদনাকুল হইয়া, ঘরেতে শূইয়। অাছে, ৭ খ্রিস্ত তাহাকে কহিলেন, আমি যাইয় তাহাকে সূস্থ ৮ সে শতসেনারপতি পুতুক্তর করিয়া বলিতে লাগিল, ছে প্রভো, আমি এমত যোগ্য পাত্র নহি যে আপনি আমার চাতর নীচে অাইসেন ; কিন্তু কথা মাত্র বলুন, তাহাতে আমার নফর সূস্থ হইবে, - -