পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, একাদশ অধ্যায়. ৭ পরে তাহারা পুস্থান করিতে , য়িস্ত য়োহনের বিষয় লেীকরণকে কহিতে লাগিলেন, যে তোমরা পান্তরের মধ্যে কি দেখিতে গিয়াছিলা ? নাকি বাতাসে দোলিত নল ? ৮ কিন্তু কি দেথিতে বাহিরে গিয়াছিলা ? না কি এক মনুষ্য কোমল বস্ত্রেতে ভূষিতঃ দেথ যাহার কোমল বস্ত্র পরিধান করে তাছার রাজ পুরীতে থাকে, ১ কিন্তু তোমরা কি দেথি দ্বার জন্যে বহিরে গিয়াছিল ? মাকি এক জন ভবিষ্যদ্বক্তাকে ? সেই বটে বয়- ভবিষ্যদ্বক্ত? হইতেও বড়, আমি তোমারদিগকে কহি, ১ • কেননা এ সেই যাহার বিষয়ে লেখা আছে, দে । আমি আপন দূতকে তোমার অগ্রসার করিয়া পাঠাই, ও সেই তোমার আগে তোমার পথ পুস্তুত করিবে. ১১ সত্য আমি তোমারদিগকে কচি, স্ত্রীলোকেতে যাহারদের উদ্ভব হয়, তাছারদের মধ্যে য়োজন বাপ্‌টাইজক হইতে মহৎ কাহার উদয় হয় নাইঃ তত্ৰাপি স্বর্গের রাজ্যেতে যে সকল হইতে ছোট সেই তাহ হইতে বতুতর, ১ং এবং য়োহনের সময়াৰথি এখন পর্যন্ত স্বর্গের রাজ্য অতিক্রম পাইতেছে, ও পুৰুল জনেরা তাহাকে বলেতে ধরিয়া লয়, ১৩ কেননা য়েছন পৰ্যন্ত ভবিষ্যদ্বক্তা সকল ও ব্যবস্থার গ্রন্থ ভৱিষ্যৎ কথা প্রকাশ করিল ১৪ এব। যদি তোমরা স্বীকার করিব। তবে এই আলীহা আছে, যাহার আইসনের অপেক্ষা ছিল, ১৫ যাহার শুনিবার কর্ণ অাছে সে শুনুক,