পাতা:মহর্ষি গোতমকৃত ন্যায়দর্শন.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ~ ] ভাব পদার্থ ভিন্ন যে পদার্থ তাহার নাম অভাব সেই অভাৰ দুই পুকার সৎসর্গ ভাব ও অন্যোন্যাভাব। অন্যোন্যভাৰ ভিন্ন যে অভাব সেই সাসগভাল সেই সৎসর্গাভাব তিন প্রকার প্রাগভাব ধাস ও অত্যন্তাভাব । পুতিযোগির জন্ম হইলে যে অভাবের নাশ হয় সেট গুগভীৰ। জন্য যে অভাব সেই ধূস নিত্য যে সৎসগাভাব সেই অত্যন্তাভাব । এষ্ট কপালে ঘট হইবে ইত্যাদি প্রতীতি পুণভাবের পুমাণ। এই কপালে ঘট নষ্ট হইয়াছে ইত্যাদি প্রতীতি ধুসের প্রমাণ। এই ভূতল ঘট নাই ইত্যাদি প্রতীতি অত্যন্তাভাবের প্রমাণ। তাদাত্ম্য সম্বনুবিছিন্ন প্রতিযোগিতাক অভাবের নাম অন্যোন্যাভাব । ঘট পটহইতে ভিন্ন এবং ঘট পট নহে ইত্যাদি পুতীতি অন্যোন্যভাবের প্রমাণ । পুর্চীন মতে ঘটাদির অত্যন্তাভাবের প্রতিযোগী তিন প্রকার ঘটাদি ঘটাদির ধ্রুস ও ঘটাদির প্রাগভাব ঘটের অত্যন্তাভাবের জ্ঞানের পুতি যেমন ঘট জ্ঞান পুতিবনুক হয় তেমন ঘট ধূস ও ঘট পুণভাবও হয়। যদ্যপি যে অভাব যে অধিকরণে থাকে সে অভাব সেই অধিকরণের স্বরূপ হয় এই রূপ কল্লনাতে লাম্বৰ পযুক্ত অতিরিক্ত অভাব পদার্থের স্বীকারে প্রমাণাভাৰ তথাপি নানা অধিকরণের স্বরুপ কল্পনা অপেক্ষা অতিরিক্ত অভাৰ পদার্থের স্বীকারে যে লাঘব সেই অভাব পদার্থের প্রমাণ হয় । ইদানী সকল পদার্থের সাধৰ্ম্ম ও বৈধৰ্ম্ম কহিতে আরম্ভ করিতেছেন । सप्तानामपि साधर्मयै चेयत्वादिक मुच्यते । সপ্তানামছপি সাধৰ্ম্ম্য০ জ্ঞেয়ত্বাদিক মুচ্যতে। জ্ঞেয়ত্ব আদি ধৰ্ম্ম দুর্য আদি সপ্ত পদার্থের সাধৰ্ম্ম হয় যে হেত্ত জ্ঞেয়ত্ব আদি ধৰ্ম্মকেবলম্বয়ী অত্যন্তাভাবের অপ্রতিযোগী অর্থাৎ