পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় গৱিচ্ছেদ । Wộề এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করেন, পরে কয়জন ট্রষ্টীর উপর এই ভার অপর্ণ করিক্তেসম্মত হন। ষে দলীলে ট্রক্টদিগের উপর এই ভার প্রদত্ত হয় তাহা এস্থলে উদ্ধৃত করা যাইতে পারে ৪— ট্রষ্ট ডিড়। হিন্দু পেট্রিয়ট্র। ঐযুক্ত রাজা প্রতাপচন্দ্র সিংহ ও ঐযুক্ত বাবু রমানাথ ঠাকুর ও ঐযুক্ত বাবু যতীন্দ্রমোহন ঠাকুর ও ঐযুক্ত কুৰু রাজেন্দ্রলাল মিত্র মহাশয়গণ বরাবরেষু।– লিখিতং ঐকালীপ্রসন্ন সিংহ সাকিম কলিকাতা জোড়ার্সাকো ট্ৰাষ্ট্রনামা পত্রমিদং কাৰ্য্যানঞ্চাগে আমি নানাবিধ বৈষয়িক কাৰ্য্য মধ্যে সদাসৰ্ব্বদা আবৃত থাকায় হিন্দু পেটিয়ট নামক ইংরাজি সংবাদপত্র সম্পূর্ণরূপে দৃষ্টি করিয়া নির্বাহ করায় অশক্ত বিধায় উক্ত সস্বাদপত্র ও তৎসম্বন্ধীয় টাইপ অর্থাৎ অক্ষর মায় লওয়া জমা ও লহনা আদায়ের বিল প্রভৃতি আপনাদের হস্তে অপর্ণ করিয়া আপনাদিগকে ট্রঃি নিযুক্ত করিলাম। আপনার এই সম্বাদপত্র ও অক্ষর ও পাওনা টীকা প্রভৃতির টুপ্তিসূত্রে মালিক হইয়া নীচের লিখিত নিয়ম প্রতিপালন পূর্বক ঐ কাগজের সমুদ্রার কৰ্ম্ম কুচারুরূপে নিৰ্বাহ করবেন। যেহেতু অপেনদিগের হন্তে ঐ স্থাগার কাগজ থাকিলে দেশের নানাবিধ উপকার