পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@望 - মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । SAJJMSJJS JJMMAMMMMMAAA SAAAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAAA AAAA AAAJAMMMMMAAA AAAAS AAASASASSMMSAMMAAAA বন্দ্যোপাধ্যায় প্রভৃতি মহাত্মগণ ইংরাজী গ্রন্থাদি অবলম্বন করিয়৷ যে সকল বিদ্যালয়পাঠ্য গ্রন্থাদি প্রকাশ করিয়াছিলেন, তাহার সকলগুলি বর্তমান যুগে সমুচিত সমাদর প্রাপ্ত না হইলেও, সে সময়ে ভাষাগঠনে, রচনাপদ্ধতি-প্রচলনে এবং জনসাধারণের মধ্যে জ্ঞানবিতরণে অল্প সাহায্য করে নাই। এই সময়ে 'ভাৰ্ণাকুলার লিটারেচার সোসাইটী’ নামক সভা বাঙ্গালা ভাষার উন্নতিসাধনে ও জনসাধারণের মধ্যে জ্ঞানবিস্তারে যে প্রযত্ন করিয়াছিলেন, তাহা সসম্মানে উল্লেখযোগ্য। এই সভারই চেষ্টায় জীবন-চরিত, ইতিহাস, বিজ্ঞান ও সাহিত্য-বিষয়ক নানাবিধ গ্রন্থ এবং বিলাতী ‘পেনীম্যাগাজিনের আদর্শে প্রথম বাঙ্গাল মাসিকপত্র ‘বিবিধার্থসংগ্রহ প্রকাশিত হয়। ১৭৭৩ শকাব্দে কাৰ্ত্তিক মাসে ‘বিবিধার্থসংগ্রহের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ডাক্তার (পরে রাজ ) রাজেন্দ্রলাল মিত্র উহার সম্পাদক ছিলেন । রাজেন্দ্রলাল ছয় বৎসর উক্ত পত্র সম্পাদন করিয়া অবশেষে ১৮৬০ খ্ৰীষ্টাব্দে অবসরাভাবে বাধ্য হইয়া সম্পাদক-পদ পরিত্যাগ করেন । এই মাসিকপত্ৰখানি তৎকালীন বালকবালিকাগণের কিরূপ আদরের সামগ্রী ছিল, তাহ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন-স্মৃতিপাঠে অবগত হওয়া যায় :– - “ রাজেন্দ্রলাল মিত্র মহাশয় ‘বিবিধার্থ-সংগ্রহ বলিয়া একটা ছবিওয়ালা মাসিক পত্র বাহির করিতেন। তাহারি বাধানে এক ভাগ সেজদাদার আলমারির মধ্যে ছিল। সেটি আমি সংগ্ৰহ कविह ছিলাম। বারবার করিয়া সেই বইখানা পড়িবার খুসি I