পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిk; মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । میمیرم مر তিনি প্রতীচ্যজ্ঞানের আলোক প্রাপ্ত হইয়াও প্রাচ্যভাবসংরক্ষণে অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি সকল বিষয়ে প্রাচ্য আদর্শের অনুসরণ করিতেন। প্রথম ইংরাজিশিক্ষিত বঙ্গবাসিগণ সর্বববিষয়ে ইংরাজের অনুকরণে চেণ্ঠিত ছিলেন। কালীপ্রসন্নও অনুকরণ করিতেন, কিন্তু বিদেশীর নহে—সমাজের আদর্শস্থানীয় ব্রাহ্মণপণ্ডিতগণের। প্রকাশ্য সভাস্থলে তিনি দেশীয় পরিচ্ছদাদি পরিধান করিয়া উপস্থিত হইতে ভালবাসিতেন । দেশের কৃষিশিল্প প্রভৃতির উন্নতির প্রতি র্তাহার বিশেষ দৃষ্টি ছিল। ডেভিড্‌ হেয়ার সাংবৎসরিক স্মৃতিসভায় পঠিত র্তাহার কৃষিবিষয়ক একটা প্রবন্ধের বিষয় পূর্বেই উল্লিখিত হইয়াছে। ১৮৬৪ খ্ৰীষ্টাব্দে বিডন সাহেবের চেষ্টায় যে কৃষিপ্রদর্শনী হইয়াছিল, কালীপ্রসন্ন তাহার একজন প্রধান উদ্যোগী ছিলেন। কালীপ্রসম্নের অমায়িকতা, সরলতা, পরিহাস-রসিকতা ও বিনয়নম্র আচরণে বিমুগ্ধ হইয় অনেকেই তাহার সহিত বন্ধুত্বপ্রেমে আবদ্ধ হইয়াছিলেন। র্তাহার অসংখ্য বন্ধুবর্গের নামোল্লেখ করাও এ স্থলেও অসম্ভব। সকল শ্রেণীর লোকের সহিতই কালীপ্রসন্ন সমভাবে আলাপ করিতেন। কালীপ্রসয়ের বন্ধুপ্রেম আদর্শস্থানীয়। তিনি কপটবন্ধু ও বিষকুন্তু পয়োমুখ আত্মীয়বর্গকে চিনিতেন, কিন্তু তাহাদিগকে বিশেষরূপে জানিয়াও বন্ধুপ্রেম অক্ষুণ্ণ রাখিবার জন্য র্তাহাদিগের উপর বিশ্বাসস্থাপন করিতেন। এই জন্য র্তাহাকে অদূরদর্শ অপরিণামদর্শী প্রভৃতি বন্ধুপ্রেম।