পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ទុក្ខំ $54 JAMAMAMAMA AAJMA AMAMS AAMJJSAAAA S SAAAAAJAJAJAASAA AAAS প্রকাশ করা বিধেয় হয় তাহা হইলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নিকট শত গুণে কৃতজ্ঞ হওয়া উচিত। কলিকাতা নগরীয় ঐশ্বৰ্য্যমত্ত ধনিগণ একবার স্বদেশের বর্তমান দুরবস্থার প্রতি দৃষ্টি রোপণ কর। গৃহপতি মদ্যপ ও লম্পট হইলে সংসারের যেরূপ বিশৃঙ্খল হয়—তোমাদিগের ঐশ্বৰ্যমত্ততায় বঙ্গদেশের তদনুরূপ দুর্দশ ঘটিতেছে। সাধারণহিতকর কার্য্যে যদি তোমরা কায়মনে সাধ্যানুসারে সাহায্য না করিবে যদি তোমরা শ্রেষ্ঠত্বপদ প্রাপ্ত হইয়া দুরবস্থা মোচনে সচেষ্ট ন হইবে তাহা হইলে চিরদিনেও ভারতের স্থখ সৌভাগ্যের উন্নতি হইবে না। তোমরা অতুল ধন প্রাপ্ত হইয়াছ তৎসকলই সাধারণ হিতকাৰ্য্যে ব্যয় কর আমার এরূপ প্রার্থনা নহে, যদি তোমাদিগের স্মরণমাত্র থাকে যে, স্বদেশের শ্ৰীবৃদ্ধি বিষয়ে অযত্ন করা,— সমাজের উন্নতিতে উপহাস ও মঙ্গলময় কাৰ্য্যে ব্যয় না করা ; ঈশ্বরের শ্রেষ্ঠ স্বস্ট পদার্থ মনুষ্য নামধারীর উচিত নহে—তাহ হইলে বিজ্ঞানবিহীন বন্য মক্কটে ও ঐ ধনীতে বিশেষ কি : তাহা হইলেই যথেষ্ট হইবেক । যদি তোমরা বিশ্রাম সুখশয্যায় শয়িত হইয় নিজ নিজ অবস্থা বিষয়ে চিন্তা কর, যদি তোমরা একদিনের জন্যও ভাবিয়া দেখ যে ভারতে জন্মগ্রহণ করিয়া এত অতুল ধনের অধিপতি হইয়া জন্মভূমির কি উপকার সাধন করিলাম, কয়জন অনাথ তোমাদের সাহায্যে বিদ্যাশিক্ষা করিয়া মমুন্য নামে পরিচয় দানে সমর্থ হইতেছে ? কয়জন বিধবা তোমাদের উদ্যোগে পুনর্বার পতি প্রাপ্তে বিবিধ দুষ্কৃতি হইতে