পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ष्टीिई रिझण ! ነ% ുഡ\Aഹുഡ്സ് পুস্তকখানি এত সুন্দর হইয়াছিল যে, অনেকেই বিশ্বাগ করিতে পারেন নাই যে, উহা ষোড়শবর্ষবয়স্ক বালক কালীপ্রসঙ্গের রচিত। ইংলিশম্যানে প্রকাশিত একখানি পত্রে লিখিওঁ হইল যে, উছা পণ্ডিত দীননাথ শৰ্ম্মার রচিত। "হিন্দু পেটিয়টে উহার প্রতিবাদে সম্পাদক লিখিলেন যে, পণ্ডিত মহাশয় স্বয়ং সম্মুখে উপস্থিত থাকিয়া এই মিথ্যা নির্দেশ অস্বীকার করিতেছেন। এক্ষণে এই পুস্তকখানিও ভূম্প্রাপ্য হইয়াছে ; কিন্তু সে সময়ে ইহা অল্প অাদর প্রাপ্ত হয় নাই। সুপ্রসিদ্ধ পণ্ডিত ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত ‘বিবিধার্থসংগ্রহে কালীপ্রসঙ্গের “বিক্রমোর্কশীর যে সমালোচনা প্রকাশিত হইয়াছিল, তাহা কৌতুহলী পাঠকবর্গের অবগতির নিমিত্ত নিম্নে উদ্ধৃত হইল – - “বেণীসংহার নাটকের অভিনয়ে যে প্রশংসা পাইয়াছিলেন তাহাতে উত্তেজিত হইয়া ত্রযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ স্বয়ং নাটক রচনায় প্রবৃত্ত হন, এবং সেই উষ্ঠামের ফলস্বরূপ আমরা বিক্রমোর্বশী * নাটকের গৌড়ীয়ানুবাদ প্রাপ্ত হইয়াছি। প্রশংসিত বাবুর বয়ঃক্রম ১৭ বৎসরের অধিক হইবেক না। ঐ কালে বালকের বিদ্যালয়ে অধ্যয়ন করিয়া থাকে ; গ্রন্থ-রচনায় কেহই পারগ বা উষ্ঠত হয় না; কিন্তু উল্লিখিত বাবু ঐ কাল মধ্যে নানা গ্রন্থ সাময়িক পত্র ও বকৃত রচনা করিয়া স্বদেশীয় • এনে পূৰ্ণাৰ কিলোষ্টিলেটৰ। কালিদাস এইড। একাদশদ निरह कईक चष्ट्रवानिछ। छड्रारश्मैिौ t4* sas» भ१२९ !" ; : * ,