পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૪૬૦ ) আলিখা সিরাজের অভিপ্রায় বুঝিতে পারিয়া পলায়মের চেষ্টা করিয়া, ছিলেন, কিন্তু অনুচরগণ র্তাহাদিগকে ধৃত করিয়া সিরাজেয় মিকী উপস্থিত করিল। হোসেন কাতরকণ্ঠে প্রাশভিক্ষা চাহিলেন, কিন্তু সিরাজের পাষাণ হৃদয় অণুমাত্রও বিগলিত হইল মা । ছোসেমের রমণীয় দেহ তরবারির দ্বারা থও বিখও করিয়া সিরাজ স্বীয় শোণিত, -পিপাসা নিবারণ করিলেন। অন্ধ হায়দরালি খী যৌবনকালে অনেক বীরোচিত কার্য্য সম্পাদন করিয়াছিলেন। তিনি সিরাজের সমক্ষে কোনরূপ কাতরোক্তি না করিয়া এই অদ্যায় কায্যের নিমিত্ত তৎপ্রতি পরুষ বচন প্রয়োগ করিতে লাগিলেন । সিরাজের আদেশে অনতি বিলম্বে এই বর্ষীয়ান অন্ধেরও ভবলীলা শেষ হইল (১)। হোসেন কুলীখার শোচনীয় পরিণামের পর রাজবল্লভ তদীয় পদ লাভ করিয়া নিৰাইসের সংসারের সর্বপ্রধান কৰ্ম্মচারী হইলেন এবং এই সময় হইতে তিনি ঢাকাবিভাগের নাএব নাজিমি কাৰ্য্য বিবর্বা। করিতে লাগিলেন (২) । কেহ কেহ বলেন জননী ও মাতৃথসার সহিত হোসেনকুলীৰ্থা অবৈধ প্রণয় ছিল বলিয়া সিরাজ র্তাহাকে হত্যা করিয়াছিলেন । সমস্ত অবস্থা পর্যালোচনা করিলে এই উক্তি প্রকৃত বলিয়া বোধ হয় ন৷ সিরাজ যে কেবল হোসেনকুলীর্থীকে হত্যা করিয়াছিলেন এমন নহে তিনি হোসেনের অন্ধভ্রাত হায়দরালিখা ও ভ্রাতু-পুত্র হাসন উদ্দিনখা হত্যাব্যাপারেও ঘনিষ্ঠরূপে লিপ্ত ছিলেন। হাসনউদ্দিন ও হায়দরালি করিয়াছিল, সম্ভবতঃ কৃষ্ণদাস ও রতলকৃষ্ণ ঐ দলের মেত ছিলেন। উক্ত কিংবদন্তীে এই সামান্ত অংশমাত্র ঐতিহাসিক সত্য বলির অনুমাম করা যাইতে পারে। (i) English Translation of Saif Mutakharin by Haji Mustaph: vol. II. Page 23. (2) "Orme's Indoostan, vol. II. Page 49.