পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కాతాe తాజాకా অষ্টম পরিচ্ছেদ সিরাজ কর্তৃক মতিঝিল লুণ্ঠন ও কৃষ্ণদাসের অনুসরণ ১৭৫৬ খৃষ্টাব্দের এপ্রিল মাসে সিরাজ বাঙ্গল, বিহার ও উড়িষ্যার সিংহাসনে অধিরোহণ করিলেন (১)। সিরাজের এই কার্য্যে প্রতিবন্ধকতাচারণ করিবার উদেখে ঘেসেটি বিবী ইতিপূৰ্ব্বে বিপুল আয়োজন করিয়াছিলেন ; সুতরাং অনতিবিলম্বে ঘোরতর বিপ্লব সংঘটিত হইবার উপক্রম হইল। আলিবর্দীর মহিষী এ অবস্থায় বিপদ গণিয়া জগংশেঠকে আহবান করিলেন এবং উভয়ে পরামর্শ করিয়া মতিঝিলের উদ্যান বাটিকায় সমুপস্থিত হইলেন । ঘেসেটিবিধা প্রথমতঃ সিরাজের সহিত সন্ধি করিতে অনিচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু জননীর অশ্রুসিক্ত লোচন ও কাতর প্রার্থনায় অবশেষে তাহার রমণীসুলভ কোমল অন্তঃকরণ দ্রবীভূত হইল। তিনি সিরাজের প্রভুত্ব স্বীকার করিয়া স্বকীয় সৰ্ব্বনাশের পথ উন্মুক্ত করিলেন (২) । সিরাজের সহিত সন্ধি সংস্থাপিত হইল মনে করিয়া, ঘেসেটি বিবার অধিকাংশ সৈন্য মতিঝিল প্রাসাদ পরিত্যাগ পূৰ্ব্বক স্ব স্ব আলয়ে (২) কোন কোন পাশ্চাত্য লেখক বলেন যে, এই সময় সিরাজের বয়ঃক্রম সপ্তদশ বৎসর ছিল, ফলতঃ এই উক্তি সত্য নহে। সিরাজ ১৭২৬ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন ; সুতরাং এই সময় তাহার বয়ঃক্রম ত্রিংশ বৎসর অতিক্রম করিয়াছিল। (>) Orme's lndoostan, Vol. II. page 45. ঐযুক্ত বাবু প্রতাপচত্র সেন মহাশয়ের নিকট ছুইতে যে হস্তলিখিত পুস্তক প্রাপ্ত হওয়া গিয়াছে, তাহাতে লিখিত আছে যে, রাজবল্লতের সম্পূর্ণ অনিচ্ছাসত্ত্বেও ঘেসেটি বিী এই সন্ধিতে সম্মত হইয়াছিলেন। - -