পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ۹ واد C ছত্রভঙ্গ করিয়া দিল (১)। নবাব যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়া নিশীথ সময়ে মুরশিদাবাদে উপনীত হইলেন এবং পুনরায় সৈন্য সংগ্রহের চেষ্টা করিতে লাগিলেন। কেহই হতভাগ্য সিরাজের আহবানে কর্ণপাত করিল না। অগত্য তিনি প্রিয়তমা লোৎফস্লেচ্ছ এবং চারিবর্ষ বয়স্ক কন্যা উন্মেভুল জেনাকে (২) সঙ্গে লইয়া, মুরশিদাবাদ পরিত্যাগ পুৰ্ব্বক নৌকারোহণে পাটনার অভিমুখে প্রস্থান করিলেন । পরদিবস প্রাতে মীরজাফর ইংরেজ সৈন্যের সহিত মুরশিদাবাদে উপস্থিত হইয়া সিরাজের সিংহাসনে আরোহণ করিলেন । অবিলম্বে সিরাজকে ধৃত করিবার নিমিত্ত চতুর্দিকে লোক প্রেরিত হইল । তিন দিবস অনাহারে ক্লিষ্ট হইয়া সিরাজ রাজমহলের নিকটবৰ্ত্তী একস্থানে অবতরণ পূৰ্ব্বক খিচুড়ী রন্ধনে প্রবৃত্ত হইয়াছিলেন। মীরজাফরের জামাতা মীরকাসেম সহসা ঐ স্থলে উপস্থিত হইয়া সিরাজকে ধৃত করিল। হতভাগ্য সিরাজ অভুক্ত অবস্থায় বন্দিবেশে মুরশিদাবাদে প্রেরিত হইলেন (৩) । মীরজাফর এই সময় জাফরগঞ্জের প্রাসাদে অবস্থান করিতেছিলেন । সিরাজ তথায় নীত হইলে জাফর-পুত্র পাপিষ্ঠ মীরণের আদেশক্রমে ঐ প্রাসাদের এক কক্ষে নিবদ্ধ হন। মীরজাফর নিদ্রাগত হইলে সিরাজের নিধন-সাধন করিবার নিমিত্ত মীরণ, মহম্মদী-বেগ-নামক জনৈক (*) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. II. pages 233 and 234. (3) List of Prisoners—Long's Unpublished Records of Government, Þage 525. (*) English Translation of Sair Motakharin, Vol. II. page 239. Y&