পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১ ৯৪ ) র্যাহারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইয়া মীরজাফরকে মনোনীত করিয়াছিলেন, তাহদের দৃঢ় বিশ্বাস ছিল যে, পরিণতবয়স্ক মীরজাফর যৌবনমদে গৰ্ব্বিত সিরাজ অপেক্ষা অধিকতর ন্যায়পরতা সহকারে শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহ করিবেন। মীরজাফর শাসন-কর্তৃত্ব লাভ করিয়া পূৰ্ব্ববৃত্তান্ত সমস্তই বিস্তৃত হইলেন এবং রায়দুলভকে নিরতিশয় ঘৃণারচক্ষে নিরীক্ষণ করিতে লাগিলেন । মণিলাল চুণিলাল অঙ্গসিংহ হরকরা প্রভৃতি নীচ শ্রেণীস্থ কতিপয় ব্যক্তি মীরজাফরের পাশ্বচর হইয়৷ তাহাকে সৰ্ব্বদা কুপথে পরিচালিত করিতে লাগিল। রাজকাৰ্য্যে তাহার কিছুমাত্র দৃষ্টি ছিল না। রাজ্য হইতে যে রাজস্ব আদায় হইত, তাহা সমস্ত মীরজাফর ও মীরণের বিলাস-বাসনা পরিতৃপ্তির নিমিত্ত ব্যয়িত হইতে লাগিল। রাজ্যলাভের অব্যবহিত পূৰ্ব্বে মীরজাফর ইংরেজ কোম্পানিকে যে দুই কোট টাকা প্রদান করিতে অঙ্গীকার করিয়াছিলেন, তাহা পরিশোধ করা হইল না। পক্ষান্তরে সেনাগণের প্রাপ্য বেতনও বাকি পড়িতে আরম্ভ হইল । রাজ্যমধ্যে পুনরায় অসন্তোষবহ্নি প্রধূমিত হইল এবং প্রকৃতিপুঞ্জ সিরাজের অত্যাচার বিস্মৃত হইয়া তাহার শোচনীয় পরিণামের নিমিত্ত পরিতাপ করিতে লাগিল (১)। পলাসার যুদ্ধাবসানে আলিবর্দীর সহধৰ্ম্মিণী, তনয়াদ্বয়, সিরাজ-পত্নী লুৎফয়েছে ও তদীয় অল্পবয়স্ক কন্যা উম্মেতুল জেনা এবং সিরাজের অপ্রাপ্তবয়স্ক ভ্রাতা মির্জ। মেহাদিকে কারাগারে আবদ্ধ করিয়া মীরজাফর কৃতজ্ঞতার পরাকাষ্ঠ প্রদর্শন করিয়াছিলেন। রায়দুল্লভ মীরজাফরের আচরণে অসন্তুষ্ট হইয়া এবং আলিবর্দীর পরিবারবর্গের ঈদৃশ দুরবস্থ। দর্শনে দুঃখিত হইয়া, তাহাদিগকে (2) English Translation of Sair Motakharin, Vol. II, page 271 & 272.