পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * ' ) थफ़िऊ ५रु विक*ि शञ्च बिन्नभान छिन । कशिङ बांग्लझ cव, भहाँब्रांड রাজবল্লভ এক কোটি শিবলিঙ্গ অর্চনা করিয়া, অৰ্চনা-স্থলে ঐ গৃহ নিৰ্ম্মাণ করাইয়াছিলেম। এই অঙ্গনের পশ্চিম ভাগ দ্বিতীয় তোরণদ্বারদ্বারা জুরক্ষিত ছিল । দ্বারের উভয় পাশ্বস্থ কক্ষে প্রহরিগণ অবস্থান করিত। এই তোরণ-দ্বার অবলম্বনে দ্বিতীয় প্রাঙ্গণে উপস্থিত হইতে হইত। দ্বিতীয় প্রাঙ্গণের দক্ষিণ ভাগে ‘রঙ্গমহল’ নামক রমণীয় বৈঠকখানা ও পশ্চিম ভাগে বাসুদেব নামক দেবতার মন্দির প্রতিষ্ঠাপিত ছিল , স্বাক্ষদেবের মন্দিরের উত্তর পাশ্ব দিয়া তিৰ্য্যগভাবে এক তোরণদ্বার সংস্থাপিত ছিল । তৃতীয় প্রাঙ্গণে প্রবেশ করিতে হইলে এই দ্বার অবলম্বন করিতে হইত। মু প্রসিদ্ধ ‘সপ্তদশরত্ন’ নামক দোলমঞ্চ এই তৃতীয় প্রাঙ্গণের পূৰ্ব্বভাগে অবস্থিত ছিল। দ্বিতীয় প্রাঙ্গণ হইতে অবলোকন করিলে উক্ত দোলমঞ্চ প্রাঙ্গণের উত্তর ভাগে কিঞ্চিৎ ব্যবধানে অবস্থিত বলিয়া প্রতীয়মান হইত। এক চতুস্তল অট্টালিকা এরূপভাৰে সংস্থাপিত ছিল যে, প্রত্যেক উদ্ধতরতল তন্নিমতলের ছাতের মধ্যস্থলে অবস্থিত ছিল এবং প্রত্যেক তলের প্রত্যেক কোণে এক একটি সম আয়তন চতুস্কোণ মঠ বর্তমান ছিল। চতুর্থতলের ছাতের মধ্যভাগে মঠের আকার বিশিষ্ট এক মন্দির প্রতিষ্ঠাপিত ছিল এবং তাহা চতুষ্পাশ্বস্থ মঠ অপেক্ষা উচ্চ ছিল । বাসন্তী পূর্ণিমায় ঐ মন্দির মধ্যে ৮ লক্ষ্মীনারায়ণ চক্র কুকুম রাগে রঞ্জিত হইয়া স্বর্ণসিংহাসনে দোলায়মান হইতেন। সে সময় । সমগ্ৰ অট্টালিকা ও পার্শ্ববৰ্ত্তী স্থল ফন্তু রাগে রঞ্জিত হইয়া স্বমধুর ব্যস্ত ঋতুর আগমনবার্তা প্রচার করিত। প্রত্যেক তলের অভ্যন্তরে এবং প্রতি মঠের নিম্নভাগে এক একটি আবাসযোগ্য কক্ষ বিদ্যমান ছিল। প্রত্যেক তল হইতে উৰ্দ্ধতরতলে আরোহণ করিবার নিমিত্ত বিস্তৃত গোপীনাবলী নিৰ্ম্মিত ছিল। উক্ত মন্দিরের অভ্যন্তরে দণ্ডায়মান হইলে অনেক দুর পর্যন্ত দৃষ্টিগোচর হইত এবং স্ববিশাল ভ্রমরাজি অতি ক্ষুর