পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२ ) টোডর মল্লের সময় রাজস্ব-কার্য্য-পর্য্যবেক্ষণার্থে একজন সদর কামুনগু ও বিভিন্ন পরগণার নিমিত্ত স্বতন্ত্র স্বতন্ত্র কানুনগুরপদ স্বল্প হয়। পরগণার কানুনগুগণ অধীন পরগণার অন্তর্গত জমির পরিমাণ ও জমার নিরিখ ধাৰ্য্য করিতেন, সংগৃহীত রাজস্ব নিৰ্দ্ধারিত আবওয়াব, বিভিন্ন শ্রেণীস্থ ভূমি প্রভৃতির নির্ঘণ্ট এবং সীমা সম্বদীয় কাগজ প্রস্তুত করিতেন (১)। যে ভূমি দান, বিক্রয়, পত্তনপ্রভৃতিদ্বারা হস্তান্তরিত হইত, পরগণার কানুনগুগণ ঐ ভূমির বিস্তৃত বিবরণ সংগ্ৰহ করিয়া বৎসরান্তে সদর কামুনগুর সিরিস্তায় বুঝাইয়া দিতেন। টোডরমল্লের সময় যে ব্যক্তি সদর কানুনগুর পদে নিযুক্ত ছিলেন, তাহার নাম ভগবানচন্দ্র রায় । তিনি বদ্ধমান জিলার অন্তর্গত খাজুরডিহি নামক গ্রামে উত্তর রাঢ়ীয় মিত্রোপাধিধারী কায়স্তবংশে জন্মগ্রহণ করেন। ভগবানের পর তৎপুত্র বঙ্গবিনোদ রায় পিতৃপদে নিযুক্ত হন। এই সময় বাঙ্গালা দেশের রাজধানী ঢাকা নগরীতে স্থানান্তরিত হইয়াছিল। সুতরাং তিনিও ঐ কার্য্যোপলক্ষে ঢাকায় অৰস্থান করিতেন। ১৬৭৯ খৃষ্টাব্দে বঙ্গবিনোদ রায় পরলোক গমন করিলে তৎপুত্র হরিনারায়ণ রায় সদর কানুনগুর পদ লাভ করেন। তিনি ১৭০৪ খৃষ্টাব্দ পর্য্যন্ত ঢাকায় অবস্থান করিয়াছিলেন। এই সময় মুরশিদ কুলি র্য। দেওয়ানী বিভাগ মুরশিদাবাদে স্থানান্তরিত করেন, সুতরাং হরিনারায়ণ রায়কেও তৎসহ সেই স্থানে গমন করিতে श्ब्र (२) । ইসলাম খাঁ ঢাকা নগরীতে রাজধানী স্থানান্তরিত করিয়া দেখিতে পাইলেন যে, আসাম ও আরাকানবাসিগণ নিয়ত ঐ প্রদেশে অভিমান পূৰ্ব্বক প্রকৃতি পুঞ্জের অনিষ্ট সাধন করিতেছে। অতঃপর তিনি ঢাকা (>) English Translation of Riyazo-s-salatin by Maulvy Abdus Salem, M. A. Fasciculus 1 Page 225. (২) খ্ৰীযুক্ত বাবু নিখিলনাথ রায় প্রণীত 'মুরশিদাবাদ কাহিনী' ৮৯ পৃঃ ।