পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ¢२ ) উত্তর পুরুষগণ বলেন যে, বৃদ্ধ বয়সে তিনি বারাণসীধামে অবস্থান করিবার অভিপ্রায় জ্ঞাপন করিলে, রাজবল্লভ সমস্ত ব্যয়-ভার বহন করিয়া রঘুনন্দনের কাশী-বাসের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। জপসা নিবাসী রামানন্দ সরকার রাজবল্লভের সমপাঠী ছিলেন, এই সূত্রে উভয়ের মধ্যে অত্যন্ত সৌহাৰ্দ্ধ সংঘটিত হইয়াছিল। কলিকাতা হাইকোর্টের উকিল রায়ুচাদ প্রেমচাঁদ বৃত্তিধারী ত্রযুক্ত বাবু প্রিয়নাথ সেন, এম এ, বি এল, মহাশয় রামানন্দ সরকারের সহোদরের উত্তর পুরুষ। রামানন্দ মুরশিদাবাদের নেজামতে পেস্কার পদ লাভ করিয়া স্বকীয় অবস্ত৷ উন্নত করিয়াছিলেন এবং সৰ্ব্বদা রাজবল্লভের অনুবৰ্ত্তী হইয়া কাৰ্য্য করিতেন। রঘুনন্দনের পাদপ্রান্তে উপবেশন পূৰ্ব্বক রাজবল্লভ পারসিক ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। ইতিপূৰ্ব্বেই তিনি তৎকাল-প্রচলিত বাঙ্গালা ও কিয়ৎপরিমাণে সংস্কৃত ভাষা শিক্ষা করিয়াছিলেন। যে সকল বিদ্যার্থী রঘুনন্দনের নিকট শিক্ষালাভ করিত, তন্মধ্যে রাজবল্লভই সবিশেষ প্রতিভান্বিত ছিলেন এবং ঐ সময় হইতে র্তাহার সহাধ্যায়িগণ র্তাহাকে সাতিশয় সম্মানের চক্ষে নিরীক্ষণ করিতেন।