পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७१ ) তৎ প্রতি সন্তুষ্ট হইয়৷ দিন দিন তাহার উন্নতি বিধান করিতে লাগিলেন। এই সময় জ্যেষ্ঠ হাজি আহাম্মদ আসিয়া তথায় উপস্থিত হন । সুজা খাঁ । হাজি আহাম্মদকেও প্রীতির চক্ষে নিরীক্ষণ করিতেন। ফলতঃ তিমি উভয় ভ্রাতার যোগ্যতায় এতদূর আস্থাবান হইয়াছিলেন যে, অবিলম্বে ঐ ভ্রাতৃদ্বয়ই শাসন-সংক্রান্ত যাবতীয় কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে আরম্ভ করেন (১)। ১৭২৫ খৃষ্টাব্দে মুরশিদ কুলী খাঁ কালগ্রাসে পতিত হইলে সুজা খ বাঙ্গালার সিংহাসনে অধিরোহণ করেন । এই সময় হাজি আহাম্মদও মির্জা মহম্মদ আলি তদীয় সচিবের পদ লাভ করেন। নিবাক্টস মহম্মদ, সৈয়দ আহাম্মদ ও জয়নদিন আহাম্মদ নামে হাজি আহাম্মদের তিন পুত্র জন্মিয়াছিল। কনিষ্ঠ মির্জামহম্মদ আলির কোন পুত্রসন্তান ছিল না ; তাহার তিন কন্যা মাত্র জন্মগ্রহণ করে । চাজি আহাম্মদের তিন পুত্র যথাক্রমে ঐ তিন কন্যার সহিত পরিণয়সূত্রে আবদ্ধ হন। ঐ কস্তাগণ মধ্যে জ্যেষ্ঠার নাম ঘেসেটী বিবী এবং কনিষ্ঠার নাম আমন বেগম (২) । মুজ খা বাঙ্গালার সিংহাসনে আরোহণ করিয়া নিবাইস মহম্মদকে রাজকীয় সৈন্ত বিভাগের বকসির পদে, সৈয়দ আহাম্মদকে রঙ্গপুরের ফৌজদারের পদে এবং জয়নদিন আহাম্মদকে রাজমহলের ফৌজদারের পদে নিযুক্ত করেন (৩) । (3) English Translation of Sair Motaktarin by Haji Mustapha Vol. I Page 275. অগ্নি সাহেব বলেন, প্রথমতঃ হাজি আহাম্মদ সামান্ত ভৃত্যরূপে ও মহম্মদ আলি অশ্বারোহী সৈষ্ঠের পরিচারকস্বরূপ সুজা খায় অধীনে নিযুক্ত হন এবং ক্রমে র্তাহারা Üß’s visis; witätwo zoo ( Orme's Indoostan Vol IV Page 27 ) (২) মধ্যমার নাম কোন প্রচলিত ইতিহাসে লিখিত নাই । (2) English Translation of Sair Motakharin by Haji Mustapha Vol. I Page 281