পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 ছত্রপতি শিবাস্ত্রী সংগ্ৰাম করে । শিবাজীর এখন সেই অবস্থা ! কোন রাজশক্রিরই ক্ষমতা নাই শিবাজীকে সহজে পরাস্ত করে। একটা-দুইটা পরাজয়ে তিনি দমিত হইবার পাত্র নহেন ; বহুতে র্তাহার অশেষ বল, হৃদয়ে স্তাছার অগাধ আত্ম-বিশ্বাস । ১৮৬২ খৃষ্টাহে বিজাপুর-মুলতানের সহিত সঞ্চি ভূঁইয় যাইবার পরই তিনি মুঘলদিগের সহিত সরাসরি যুদ্ধে নামিলেন। মোরো পন্থ ঘোর বর্ষায় একদল মাওয়ালী লইয়৷ জুয়ারের উত্তরে মুঘল অধিকৃত কতকগুলি ঘঁটি কড়িয়া লইলেন। বর্ষায় শেষে নেতাঙ্গ কলকার একদল বীর সৈন্য লইয়৷ জুয়ার হইতে আওরঙ্গবাদ জেলার প্রান্ত ভাগ পান্ত প্রায় একশত মাইল স্থান দুর্ঘ ও ধ্বংস করি নিরাপদে ফিরিয়া আনিলেন। यक्षाग्न दनिग्रा ४ङ्गत्र हैर रुष्वङ श्छूिन ५ऐ *शर्कांद्र रुश्शैि শুনিয়া ক্ৰোধে কাপিয় উঠলেন। র্তাহার মাতুল আমীর উল্-৪মুরা, লায়েন্ত ধীর অধীনে তৎক্ষণাৎ একদল মুঘল সৈন্ত ও ধ“েবিস্তু সিংহের অধীনে একদল রাজপুত লৈষ্ঠ, মারাঠা কাফেরের বিরুদ্ধে প্রেরিত হইল। শায়ো যা আসিয়া পুন ও চাকুন জয় করিয়া লইলেন ; কিন্তু সহঞ্জে নহে। ৫৬ দিন অবরোধের পর দুর্গপ্রাচীরের একাংশ যখন শায়েস্তার কামানের গোলায় ধ্বংস হইয়া গেল, তখন বীরভূপে যুদ্ধ করিয়া, ফিরঙ্গঙ্গা নাসঙ্গি চাকুন দুৰ্গরক্ষার আশা ছাড়িয়া দিলেন। পুনায় মুঘল ফৌজের একটা কেঞ্জ হইল। শিবাজী রায়গড় ছাড়িয়া, সিংহগড়ে গিয়া আশ্রয়