পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እኔጓ इङ्गभूछि सििक्कै জয়সিংহের অধীনে মুম্বল-শক্তিয় পরাজয়ে বিঙ্গাপুর-মুলতান বিশেষ শ্ৰী হইতে পারেন নাই, কারণ তিনি স্পষ্টই বুখিতে পারিয়াছিলেন—মুঘল বাদশাহর খড়া পূৰ্ব্বাপেক্ষ শাণিত হইয় আবার স্তাহার স্বন্ধে শীঘ্রই পতিত হইবে। তিনি আগ্ৰায় সন্ধির দরবার করিয়া পাঠাইলেন। কিন্তু শিবাজী কুমার মুজ্জিাম ও যশোবম্বের নিকট এই সন্ধির প্রস্তাবে তাহার ঘোরতর আপত্ত্বি জানাইলেন; কারণ ইতোপূর্মে তিনি বিঙ্গাপুর ও গোলকুণ্ড রাজ্যঞ্জয়ে মুঘলকে সর্বপ্রকারে সাহায্য করিতে প্রতিশ্রুত হইয়াছিলেন এবং মুঘল পক্ষও বিজাপুর ও গোলকুণ্ডার উপর আদায়ী করের একচতুর্থ ও একদশমাংশ (চোঁধ ও সর্দেশমুী)শিবাজীকে ছড়ি দিতে স্বীকৃত হয়েছিল। শিবা, জীর প্রতিবন্ধকতায় পাছে সন্ধি খুঁচিয়া যায়—এই ভয়ে ब्रिाभूुशश ७ङ्गीझ जोर्कुल ८शशका उँशन्न जश्७ि ५रु গোপন সন্ধি করিয়া, বাংলরিক তিন লক্ষ টাকা দিতে প্রতিশ্রুত হইলেন। অতঃপর আলি আদিল শাহ ও ঔরঙ্গজীবের মধ্যে নির্কিবারে সন্ধিপত্র স্বাক্ষরিত হইয়া গোল । গোলকুণ্ডার কুত্বশাহী মুলতানও শিবাজীকে বাৎসরিক পাঁচ লক্ষ টাকা দিতে চুক্তিবদ্ধ হইয় এক গোপন সন্ধিপত্রে সহি করিলেন । শিবাজীর টেমুণ্ড আবার দেখিতে দেখিতে উচু হইয়া উঠিল, দাক্ষিণাতো তিনি অদ্বিতীয় ক্ষমতাশালী হইয় উঠলেন। এবার তিনি কঙ্কন-বিজয় সম্পূর্ণ করিতে উদ্যোগী হইলেন।