পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র ళు রাজ্যের ভিত্তিস্থাপন করিয়া, এই অনন্তকৰ্ম্ম দেবচরিত্র মহিমময় বীর ১৬৮৪ খৃষ্টাব্দে ৫০ বৎসর বয়সে সাতদিনের বত্ত্বিরে মহাপ্রয়াণ করেন । গ্রেয়োদশ অধ্যায় শিবাজীর বংশধরগণ যে শিবাজীকে বিদেশী ঐতিহাসিকগণ নেপোলিয়াৰু, গঙ্গায় বা আলেকজাদারের চেয়ে শ্রেষ্ঠ বলিয়া তুলনা করিতে কুণ্ঠ বোধ করেন নাই, সেই মহাশক্তিমান লোক-পালের মৃত্যুর মঙ্গে সঙ্গেই জাতির স্বাধীনতার মাটিতে সকলের অলক্ষো একটি গৃহ-বিবাদের বীজ আসিয়া ঠিকরিয়া পড়িল । শিবাষ্ট্ৰীয় চারি বিবাহ। তন্মধ্যে সহঁীবাঈয়ের সহিত আমরা পূর্মেই পরিচিত হইয়াছি। শিবাজীর জ্যেষ্ঠপুত্র শঙ্কুঞ্জী (শপ্তাজী ) সুইবাঈয়ের গর্ভজাত। শিবাজীর দ্বিতীয় পত্নী সয়েরাবাঈয়ের আর একটি পুত্র জন্মগ্রহণ করেন, তাছার নাম রাজারাম-তিনি শস্থলীর প্রায় বারো বৎসরের ছোট ছিলেন । কিশোর বয়স হইতেই তিনি অত্যন্ত দুর্গাম্ভ ও হিঞ্জ