পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ද්ඨි মুসলমান আমলে যাৰ ৱাক্ষঞ্চা সমিতি সমস্ত স্থানের স্বত্ব ত্যাগ করিয়া, উহার ক্ৰোধ শম্ভ করলেন । ইবার পর আলাউদ্দিন দিল্লীর সিংহাসনে বসিয়, দেবগিরির রাজার নিকট হইতে নিয়মিত কর আদায় করিত্তে লাগিলেন । ১৩৭৬ খ্ৰীষ্টাব্দে রাজ রামচন্দ্র গুজরাটের বাঘেল বাণীর পলান্তৰ রাজাকে আশ্রয় দেওয়ায় ও কয়দানে অস্বীকার করার, মালিক কফুিরের অধীনে একদল সৈন্য আসিয়া, বহু জয়-পরাজয়ের পরিণায়ে দৌলভীবাদ অধিকার করিল। শেষে মরণাপন্ন রামচন্দ্র স্বরে খেসারৎ দিয়া ও উচ্চতর হারে করদান প্রডিঞ্জ লৈ, মৗলিক কাকুর ও রায় বাণাং প্রভুকে সন্তুষ্ট কালেন। e কিন্তু ই বৎস,পার হার পুর श्रह बा6 शक्र মেরি জাপ সিংহাসনে বলিয়াই দিল্লীসরকার মানগুলারি পাঠানে স্থা করিয়া-দিলেন। আবার মালিক কাছুর সসৈন্তে দেবগিৰিডে আছিলেন এবং শঙ্করকে পরাজিত ও নিহন্ত করিয়া দেবগিরি রাজ্য দিল্লী-সাম্রাজ্যের এলাকাভুক্ত করিলেন। অত:পর মালিক কাফুর র্তাহার দলবলসহ এখানে বসতি স্থাপন করিয়া, যাদবরাজ্য শাসন ੱਚ লাগিলেন। ৩১৬ সালের শেষভাগে আলাউদিনের মৃত্যু হইলে, মালিক কাফুর তাড়াতাড়ি দিল্লী চলিয়া গেলেন । ইতোমধ্যে রামচন্ত্রের জামাতা ও শঙ্করের ভগিনীপতি হরপাল দেও কতকগুলি মারাঠা দেশমুখকে দলে টানিয়া আনিয়া, বিদ্রোহ যোগ করলেন। দেবগিরি দুর্গের চারপাশ্বঃ দিঃ ভূeি