পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:৩৩:৫৩ (পুরুষ ও নারী কণ্ঠে গান)]

শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত
শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত
আকাশতলে অনিলে-জলে দিকে-দিগঞ্চলে
সকল লোকে পুরে বনে-বনান্তরে
নৃত্যগীতছন্দে নন্দিত
শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত
শরৎপ্রকৃতি উল্লাসে উত্সব-গানে
চিরসুন্দর চিরসুন্দর চিতসুন্দর বন্দন রাগে
ত্রিলোকে জাগে শরন্ময়ী আনন্দে
মহাশক্তিরূপা মঞ্জুলশোভা জাগে আনন্দে
রাজে কল্যাণী সদা রাজে
সদা সুখদা সদা বরদা সদা জয়দা ক্ষেমঙ্করী শুভা রাজে
অসুরনাশন দশপ্রহরণভুজা রাজে
রণিত বীণাবেণু মধুললিত-শমিত তানে
শুভ আরতি-ঝঙ্কৃত ভুবনে
নব গতিরাগে-যতি-অলঙ্কারে
প্রাণে প্রাণে ওঠে গীতি
সুধারসঘন শান্তি ঝনঝন জয়বাণী
আকাশতলে অনিলে-জলে দিকে-দিগঞ্চলে
সকল লোকে পুরে বনে-বনান্তরে
নৃত্যগীতছন্দে নন্দিত
শুভ্র শঙ্খরবে