পাতা:মহিষাসুরমর্দ্দিনী (১৯৬২).mp3/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[০০:৪৮:৩২ (পুরুষ কণ্ঠে স্তোত্রপাঠ)]

দেবতাগণ সানন্দে দেখলেন, দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন আর খড়্গনিপাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত। আনন্দগানে বিশ্বনিখিল মন্দ্রিত হয়ে উঠল। দেবীর করুণায় আলোর প্রসাদলব্ধ নব আশার গীতি দিব্যাঙ্গনার কণ্ঠে স্বরলোক ও রাগিণীতে প্রকাশ করলে বিশ্ববাসীর মর্মবাণী।